For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পূর্ণ মর্যাদায় সুপ্রিয়া দেবীর শেষকৃত্য,শবদেহের সঙ্গে পদযাত্রায় মুখ্যমন্ত্রী

মেঘে ঢাকা পড়ল তারা। পার্থিব জগত ছেড়ে বাংলা চলচ্চিত্রের নক্ষত্র সুপ্রিয়া দেবী বিলিন হলেন পঞ্চভূতে। বাংলা চলচ্চিত্রের এই 'তারা'কে চোখার জলে বিদায় জানালেন টলিউডের সমস্ত কলাকুশলীরা।

  • |
Google Oneindia Bengali News

মেঘে ঢাকা পড়ল তারা। পার্থিব জগত ছেড়ে বাংলা চলচ্চিত্রের নক্ষত্র সুপ্রিয়া দেবী বিলিন হলেন পঞ্চভূতে। বাংলা চলচ্চিত্রের এই 'তারা'কে চোখার জলে বিদায় জানালেন টলিউডের সমস্ত কলাকুশলীরা। শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ণ মর্যাদায় সম্পন্ন হল সুপ্রিয়া দেবীর শেষকৃত্য। থেকে গেল তাঁকে ঘিরে চলচ্চিত্র জগতের এক অসীম অধ্যায়।

পূর্ণ মর্যাদায় সুপ্রিয়া দেবীর শেষকৃত্য,মরদেহের সঙ্গে পদযাত্রায় মুখ্যমন্ত্রী

এদিন, বিকেল তিনটে নাগাদ সুপ্রিয়া দেবীর মরদেহ আনা হয় রবীন্দ্রসদনে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির হন সাধারণ মানুষও। শেষবার 'বেণুদি'-কে দেখতে সেখানে হাজির হন তাঁর ভক্ত থেকে তার পরিবার পরিজনের সদস্যরা। শুধু তাই নয় , চালিগঞ্জ ইন্ডাস্ট্রিরর বহু কলাকুশালীই সেখানে হাজির ছিলেন। ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে পরিচালক গৌতম ঘোষ সহ অনেকেই । সন্ধ্যা নামতেই রবীন্দ্র সদনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদন থেকে মরদেহ নিয়ে কেওড়াতলা মহাশ্মশানের পথে পদযাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রীও। সঙ্গে ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির বহু কলাকুশলী। ছিলেন মন্ত্রী আরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন।

এর আগে , সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় এই অভিনেত্রীর। ৮৫ বছর বয়সে সুপ্রিয়া দেবীর প্রয়াণ, ম্লান করে দেয় প্রজাতন্ত্র দিবসের সকালকে। রেডরোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে সুপ্রিয়া দেবীর ফ্ল্যাটে যান মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুপ্রিয়া চৌধুরীর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি। মুখ্যমন্ত্রী বলেন,' চলচ্চিত্রে উত্তম অধ্যায়ের অবসান হল।' সুপ্রিয়া দেবীর প্রয়াণ গভীরভাবে শোকাহত হন স্বর্ণযুগের অন্যতম সেরা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । এদিকে, সুপ্রিয়া দেবীর প্রয়ানে শোকাহত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ও। এদিন, অভিনেত্রীর শেষ যাত্রায় কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছন অবিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।

English summary
veteran actress supryia devi's last rites completedin kolkata's keoratola
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X