For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সল্টলেকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের আঁচ শিয়ালদহ স্টেশন চত্বরেও! বিক্ষোভ উত্তাল এলাকা

সল্টলেকের পর এবার শিয়ালদহ! চাকরিপ্রার্থীদের বিক্ষোভের আঁচ এবার কলকাতার অন্যতম ব্যস্ত স্টেশন চত্বরে।

  • |
Google Oneindia Bengali News

সল্টলেকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে আঁচ এসে পড়ল শিয়ালদহ স্টেশন চত্বরে! আজ মঙ্গলবার দুপুরে করুনাময়ীতে বিক্ষোভ দেখান আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। আর তা ঘিরে একেবারে পুলিশের সঙ্গে একেবারে খন্ডযুদ্ধ বেঁধে যায়। সেই সময়ে শতাধিকেরও বেশি চাকরি প্রার্থীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

চাকরিপ্রার্থীদের বিক্ষোভের আঁচ শিয়ালদহ স্টেশন চত্বরেও!

সন্ধ্যার পর ছাড়া হয় তাদের। আর এরপরেই পুলিশি জুলুমের বিরুদ্ধে সরব হন চাকরিপ্রার্থীরা।

শিয়ালদহ স্টেশনের সামনে মোমবাতি নিয়ে কয়েকশ চাকরি প্রার্থী বিক্ষোভ দেখাতে শুরু করেন। একদিকে নিয়োগের দাবি জানাচ্ছেন তাঁরা অন্যদিকে পুলিশি জুলুমের বিরুদ্ধেও সরব হয়েছেন কয়েকশ চাকরিপ্রার্থী। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে খবর। চাকরি প্রার্থীদের দাবি, পুলিশ অমানবিক হয়ে উঠছে। আমরাও মানুষ ওরাও মানুষ... কিন্তু এমন ব্যবহার? প্রশ্ন চাকরি প্রার্থীদের।

এমনকি পুলিশের বিরুদ্ধে অত্যাচার এবং খামচে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ। শুধু তাই নয়, যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে বলেও দাবি বিক্ষোভকারীদের। যা নিয়ে একেবারে উত্তাল হয়ে উঠছে শিয়ালদহ চত্বর। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গেছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, আজ মঙ্গলবার ইন্টারভিউয়ের দাবিতে সেক্টর ফাইভ থেকে করুণাময়ীর মিছিল করে আসছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। হঠাত করেই আচার্য ভবনের সামনের রাস্তায় বসে পড়েন তাঁরা। আর তা নিয়ে একেবারে হুলস্থূল বেঁধে যায়। আরও চাকরি প্রার্থী তাঁরাও চলে আসেন ওই এলাকাতে। যা নিয়ে একেবারে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়।

পুলিশের তরফে যদিও জানানো হয় যে গোটা চত্বরে ১৪৪ ধারা জারি রয়েছে। দ্রুত এলাকা ছেড়ে সরে যাওয়ার জন্যেও পুলিশের তরফে জানানো হয় চাকরিপ্রার্থীদের। কিন্তু পুলিশের ঘোষণা উপেক্ষা করেই চলে বিক্ষোভ। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় এমন অবস্থা চলতে থাকলে পুলিশ মারমুখি হয়ে ওঠে। আর তা নিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ বেঁধে যায়। আর তা ঘিরে একেবারে রণক্ষেত্র পএরিস্থিতি তৈরি হয়।

ঘটনায় একেবারে টেনে হিঁচড়ে শতাধিকেরও বেশি চাকরি প্রার্থীদের পুলিশের গাড়িতে তোলা হয়। এরপর বিধাননগর কমিশনারেটের একাধিক থানায় আটক করে রাখা হয় বিক্ষোভকারীদের।

রাতে আটক চাকরিপ্রার্থীদের শিয়ালদহ স্টেশনে পুলিশ ছেড়ে আসতেই নতুন করে বিক্ষোভ শুরু করেছেন চাকরি প্রার্থীরা। অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অমানবিক ভাবে আটকে রাখা হয়েছে। পুলিশ খেতেও দেয়নি বলে অভিযোগ। প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে গেলেও এখনও বিক্ষোভ চলছে শিয়ালদহ স্টেশন চত্বরে।

English summary
Upper primary candidates agitation near Sealdah station, police at the spot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X