'মমতা নির্বাচন কমিশন'! কলকাতায় সমালোচনায় আর যা বললেন এই কেন্দ্রীয়মন্ত্রী
পঞ্চায়েত ভোট পরিচালনা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। রাজ্য নির্বাচন কমিশনকে মমতা নির্বাচন কমিশন বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, পঞ্চায়েত নির্বাচন পর্বে সারা রাজ্যে ১৯ জন বিজেপি কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে। এদিন তিনি কলকাতায় এসেছিলেন।

দুদিনের ব্যবধানে পুরুলিয়ার বলরামপুরে দুই বিজেপি কর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই কাছে রাজ্যের শাসকদল জড়িত বলে অভিযোগ তাঁর।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি দায় চাপিয়েছেন পূর্বতন কংগ্রেস সরকারের ওপর। তবে সরকার দাম নিয়ন্ত্রণে দীর্ঘ মেয়াদি লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
কলকাতায় প্রকাশ জাভড়েকরের দাবি, চারবছরে বারো কোটি লোক ঋণ পেয়েছেন। ১২ টাকায় দেশবাসী বিমা পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।
এর আগে প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ফের ক্ষমতায় আসবে।