For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার অন্ধ বিরোধিতা না করলে সিপিএম-এর ফল কেমন হতো, যা বললেন রাজ্যের মন্ত্রী

মহেশতলার উপনির্বাচনে দলে জয়ে স্বভাবতই খুশি, তৃণমূলের তরফে প্রচারের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একইসঙ্গে বিজেপি এই আসনে দ্বিতীয় স্থানে উঠে আসায় খানিকটা উদ্বিগ্নও তিনি।

  • |
Google Oneindia Bengali News

মহেশতলার উপনির্বাচনে দলে জয়ে স্বভাবতই খুশি, তৃণমূলের তরফে প্রচারের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একইসঙ্গে বিজেপি এই আসনে দ্বিতীয় স্থানে উঠে আসায় খানিকটা উদ্বিগ্নও তিনি। বললেন, বিজেপি রাজ্যের দুনম্বর দল হওয়া দুর্ভাগ্যের।

মমতার অন্ধ বিরোধিতা না করলে সিপিএম-এর ফল কেমন হতো, যা বললেন রাজ্যের মন্ত্রী

মহেশতলা উপনির্বাচনে তৃণমূলের তরফে প্রচারের দায়িত্বে ছিলেন ফিরহাদ হাকিম। প্রার্থীকে সঙ্গে নিয়ে জায়গায় জায়গায় ঘুরেছেন তিনি। এদিন দলের অন্য নেতাদের সঙ্গে গণনা কেন্দ্রেও গিয়েছিলেন তিনি। সেখানে ফিরহাদ হাকিম বলেন, দিদিকে তিনি কথা দিয়েছিলেন ৫০ হাজার ভোটে জিতবেন। এই কথা রাখতে পেরে তিনি খুশি বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি করেছে বলে জানিয়েছেন তিনি।

মহেশতলায় উপনির্বাচনের ফল নিয়ে সিপিএম ও কংগ্রেসকেও আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। আদর্শগত ভাবে যাদের বিজেপির বিরুদ্ধে লড়াই করা উচিৎ ছিল, তারাই বিজেপিকে সাহায্য করছে বলে মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তাঁর মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ বিরোধিতা করতে গিয়ে রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সিপিএম ও কংগ্রেস।

English summary
Trinamool Congress's Firhad Hakim criticises CPM and Congress over Maheshtala by election result
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X