For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Suvendu Adhikari: ম্যানগ্রোভ উপড়ে মাছচাষের পুকুর করছে তৃণমূল! ভিডিও শেয়ার করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

ওয়ার্ল্ড হেরিটেড সাইট সুন্দরবনে অবাধে চলছে ম্যানগ্রোভ ধ্বংস করে জমি দখলের কাজ। আর এর সঙ্গে যুক্ত শাসকদলের লোকেরা। এদিন ভিডিও-ছবি-নাম-সহ একাধিক টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের

  • |
Google Oneindia Bengali News

ওয়ার্ল্ড হেরিটেড সাইট সুন্দরবনে অবাধে চলছে ম্যানগ্রোভ ধ্বংস করে জমি দখলের কাজ। আর এর সঙ্গে যুক্ত শাসকদলের লোকেরা। এদিন ভিডিও-ছবি-নাম-সহ একাধিক টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের পাশাপাশি শুভএন্দু অধিকারী ট্যাগ করেছেন পরিবেশমন্ত্রকেও।

শাসকদলের নেতারা ম্যানগ্রোভ ধ্বংস করছেন

২৪ সেকেন্ডের ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গের উপকূলের ম্যানগ্রোভ শুধু পরিবেশকে রক্ষা করে তাই নয়, ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে প্রতিরক্ষার কাজ করে এই ম্যানগ্রোভের বন। পশ্চিমবঙ্গ সরকার একটা সময়ে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর দাবি করলেও, শাসকদলের নেতারা বাণিজ্যিক কারণে ম্যানগ্রোভ বন ধ্বংস করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ম্যানগ্রোভ উপড়ে পরিবেশ ধ্বংস করছে তৃণমূল

অপর একটি টুইটে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ম্যানগ্রোভ উপড়ে ফেলে মাছচাষের পুকুর করছেন। প্রায় ৬০০ একরের ম্যানগ্রোভ ফরেস্ট ধ্বংস করে অবৈধভাবে মাছচাষের পুকুর তৈরি করা হচ্ছে। এসবই হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী পুলিশ থানার ভারতগড় গ্রাম পঞ্চায়েতের আনন্দবার গ্রামে। তিনি বলেছেন, সুন্দরবন এমন একটি বায়োক্লাইমেটিক জোনে অবস্থাতি যেখানে, এই ম্যানগ্রোভ ফরেস্টে স্থলজ, জলজ এবং সামুদ্রিক প্রাণীদের আবাসস্থল, যা একটি ব্যতিক্রমী জীববৈচিত্র বলেও উল্লেখ করেছেন তিনি।

ক্ষতির হাত থেকে রক্ষার প্রয়োজন

শুভেন্দু অধিকারী টুইটে বলেছেন, সুন্দরবন পৃথিবীর ঐতিহ্যবাহী স্থান, বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। যা বদ্বীপ গঠনের চলমান পরিবেশগত প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে সহজতর করেছে। তিনি আরও বলেছেন জীবন ও জীবিকার স্বার্থে এবং উপকূলীয় এই অঞ্চলকে ক্ষতির হাত থেকে রক্ষার প্রয়োজন।
এই টুইটে তিনি আটজনের নামে অভিযোগ করেছেন। এরা সবাই ম্যানগ্রোভ ধ্বংসের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এই আটজন হলেন, আব্দুল মান্নান গাজি, নূর ইলাহি গাজি, জেলা পরিষদ সদস্য আবেদা পারভিন, বাসন্তীর পঞ্চায়েত প্রধান পুতুল মণ্ডলের স্বামী শ্রীদাম মণ্ডল, রফিকুল ইসলাম লস্কর, সাহাবুদ্দিন গায়েন, ইয়াসিন ঘরামি এবং জাকির হুসেন মোল্লা।

পরিবেশমন্ত্রীর কাছে ব্যবস্থা নিতে আবেদন

রাজ্যের বিরোধী দলনেতা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রকের মন্ত্রীকে ব্যবস্থা নিতে অনুরোঘ করেছেন। প্রসঙ্গত রাজ্যে আবাসা দুর্নীতি নিয়ে তদন্তে মালদা ও পূর্ব মেদিনীপুরে এসেছে কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় দল যে তাঁরই উদ্যোগে এসেছে, তা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিরোধী দলনেতা বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও ১৫ টি জেলায় কেন্দ্রীয় দল আবাস দুর্নীতির তদন্তে আসছে। ফলে এক্ষেত্রেও যে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ করবে, তা ধরেই নেওয়া যায়। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।

(ছবি সৌজন্য: শুভেন্দু অধিকারীর টুইটার)

WBSETCL Recruitment: রাজ্য বিদ্যুৎ দফতরের নিয়োগের বিজ্ঞপ্তি! লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগWBSETCL Recruitment: রাজ্য বিদ্যুৎ দফতরের নিয়োগের বিজ্ঞপ্তি! লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

English summary
Trinamool Congress is making fish farming ponds by uprooting mangroves in Sundarban, says Suvendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X