For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নগ্ন' করে নিগ্রহে অধরা অভিযুক্তরা! প্রশ্নে শিক্ষামন্ত্রীর নির্দেশ

শিক্ষামন্ত্রীর কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও অধরা কলকাতার সেন্ট পলস কলেজের তিন টিএমসিপি নেতা। সূত্রের খবর অনুযায়ী, তিনজনকেই শোকজ করা হয়েছে।

Google Oneindia Bengali News

শিক্ষামন্ত্রীর কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও অধরা কলকাতার সেন্ট পলস কলেজের তিন টিএমসিপি নেতা। সূত্রের খবর অনুযায়ী, তিনজনকেই শোকজ করা হয়েছে। অন্য দিকে, কলেজের নগ্ন করে হেনস্থার ঘটনার তদন্তে কলেজের তরফে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

 নগ্ন করে নিগ্রহ! কলেজ কর্তৃপক্ষের কড়া ব্যবস্থা

সেন্ট পলস কলেজের টিএমসিপি ইউনিটের এক সদস্য স্টুডেন্টস এইড ফান্ড-এর হিসেব চেয়েছিলেন। এর জবাবে ইউনিট সভাপতি অর্ণব ঘোষ, কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মী অনন্ত প্রামানিক, অভিজিত দলুই এবং শেখ এনামূল হক ওই ছাত্রকে নগ্ন করে নিগ্রহ করে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাটি সামনে আসার পর রবিবার আমহার্স্ট স্ট্রিট থানায় ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই ছাত্র।

অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ব্যবস্থার প্রথম ধাপ হিসেবে কলেজেরই অস্থায়ী অশিক্ষক কর্মী অনন্ত প্রামাণিককে সাসপেন্ড করার কথা জানানো হয়েছে কলেজের তরফে। ঘটনার তদন্তে কলেজের তরফে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

একইসঙ্গে কলেজে বহিরাগত নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। মঙ্গলবার থেকে কলেজে ঢুকতে গেলে গেটের সামনে থাকা রেজিস্টারে নাম লিখতে হবে। আর বিকেল ৫ টার পরে কলেজে ঢোকা যাবে না। কেননা বিকেল ৫ টার পরে কলেজেই ছাত্রকে নিগ্রহের ঘটনা ঘটেছিল।

এদিকে, টিএমসিপির তরফ থেকে ইউনিট সভাপতি অর্ণব ঘোষ, অভিজিত দলুই এবং শেখ এনামূল হককে শোকজ করা হয়েছে। তবে সেন্ট পলস কলেজের যে ইউনিটের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, সেটির কোনও অনুমোদন নেই বলেই জানিয়েছে কলেজের ছাত্র সংসদের সভাপতি।

English summary
TMCP showcauses three leaders allegedly involved in nude harassment in Kolkata College
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X