For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্পর্শকাতর বুথ' বিতর্কে প্রতিবাদে কলকাতার রাজপথে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

কথামতোই এদিন সকাল ১০টা থেকে ধরনায় বসে গিয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা সেল।

  • |
Google Oneindia Bengali News

কথামতোই এদিন সকাল ১০টা থেকে ধরনায় বসে গিয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা সেল। বিজেপি নেতারা নির্বাচন কমিশনে গিয়ে গোটা বাংলাকে স্পর্শকাতর ঘোষণা করার দাবি জানিয়ে এসেছে। তার প্রতিবাদেই এদিন শুক্রবার ও শনিবার দুদিনের প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস।

স্পর্শকাতর বুথ বিতর্কে প্রতিবাদে কলকাতার রাজপথে তৃণমূল

দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে বিজেপি দাবি করেছে, বাংলাকে অতি স্পর্শকাতর রাজ্য বলে ঘোষণা করতে হবে। একইসঙ্গে মিডিয়া অবজার্ভারও নিয়োগ করতে হবে। এই দুটির বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে তৃণমূল অবস্থাননে বসেছে।

এদিন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে রানি রাসমণি রোডে ধরনা চলছে। তাঁর অভিযোগ, বিজেপি ইচ্ছে করে গোলমালের চেষ্টা করছে। বাংলাকে কালিমালিপ্ত করার চক্রান্ত করছে।

[আরও পড়ুন:বাংলাকে স্পর্শকাতর ঘোষণার দাবির প্রতিবাদে আজ থেকে বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল][আরও পড়ুন:বাংলাকে স্পর্শকাতর ঘোষণার দাবির প্রতিবাদে আজ থেকে বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল]

এদিন চন্দ্রিমা ছাড়াও তৃণমূলের মহিলা সেলের ছোট-বড় সব নেত্রীই বিক্ষোভ মঞ্চে উপস্থিত রয়েছেন। মূলত কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাই শোনা গিয়েছে তাঁদের কণ্ঠে।

[আরও পড়ুন; অনুপমকে 'রামছাগল' বলে কটাক্ষ অনুব্রতর! ভোটে 'নকুলদানা' তত্ত্ব নিয়ে ফের সরব কেষ্ট][আরও পড়ুন; অনুপমকে 'রামছাগল' বলে কটাক্ষ অনুব্রতর! ভোটে 'নকুলদানা' তত্ত্ব নিয়ে ফের সরব কেষ্ট]

English summary
TMC women cell stage protest against BJP at Kolkata Rani Rasmoni road
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X