For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ‘স্ক্যানার’-এ মুকুল-পুত্র শুভ্রাংশু! ধর্মতলায় অগ্নিপরীক্ষা তাঁর আনুগত্যের

যুব তৃণমূলের সভায় শুভ্রাংশু রায় উপস্থিত থাকবেন, সেটা কোনও নতুন ব্যাপার নয়। কিন্তু মুকুল রায়ের দলবদলের পর শুভ্রাংশুকে বক্তা হিসেবে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায়ের পর তৃণমূলের নজরে এবার ছেলে শুভ্রাংশু। সোমবার ধর্মতলায় যুব তৃণমূল কংগ্রেসের সভায় বাবার বিরুদ্ধে তাঁকেই সামনে রেখে আক্রমণ শানাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। মুকুল-পুত্র তৃণমূল কংগ্রেসের বিধায়ক শুভ্রাংশু রায়কে জানিয়েও দেওয়া হয়েছে সেই কথা। ফলে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ের সভায় বাবার বিরুদ্ধে শুভ্রাংশু কী তোপ দাগেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

তৃণমূলের ‘স্ক্যানার’-এ মুকুল-পুত্র শুভ্রাংশু! ধর্মতলায় অগ্নিপরীক্ষা তাঁর আনুগত্যের

[আরও পড়ুন:'বিশ্ব বাংলা' বিতর্কে 'যুদ্ধ' ঘোষণা মুকুলের, কেন্দ্রকে লেখা চিঠিতে কার বিরুদ্ধে নালিশ][আরও পড়ুন:'বিশ্ব বাংলা' বিতর্কে 'যুদ্ধ' ঘোষণা মুকুলের, কেন্দ্রকে লেখা চিঠিতে কার বিরুদ্ধে নালিশ]

যুব তৃণমূলের সভায় শুভ্রাংশু রায় উপস্থিত থাকবেন, সেটা কোনও নতুন ব্যাপার নয়। কিন্তু মুকুল রায়ের দলবদলের পর শুভ্রাংশুকে বক্তা হিসেবে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনকী তিনি কী বলেন, কী ভাষায় তোপ দাগেন মুকুল রায়কে, সেদিকে বিশেষ নজর রাখছে তৃণমূল কংগ্রেস। মোট কথা শুভ্রাংশুর ভূমিকা এখন তৃণমূলের অন্দরে স্ক্যানারের নীচে রাখা হচ্ছে।

এমতাবস্থায় শুভ্রাংশু এদিন কী করেন তার উপর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। সোমবারের সভায় তিনি যদি গরহাজির হন, তাহলে কিন্তু তৃণমূলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যাবে। ফলে কার্যত অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে রয়েছেন শুভ্রাংশু। তিনি কী ভূমিকা এদিন পালন করেন, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তৃণমূলের সঙ্গে বিজেপিরও নজর এদিন মুকুল-পুত্রের দিকে।

তৃণমূল ছেড়ে মুকুলের বিজেপিতে যোগদানের স্মৃতি এখনও টাটকা। তৃণমূলের একদা সেকেন্ড ইন কম্যান্ডের হাত ধরেই শুভ্রাংশুর রাজনীতিতে প্রবেশ ঘটেছিল। কিন্তু সেই শুভ্রাংশু বাবার অবর্তমানে তৃণমূলে কী ভূমিকায় থাকবেন, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। তবে শুভ্রাংশু সাফ জানিয়ে দিয়েছিলেন, 'আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত। আমি তৃণমূলের সৈনিক, তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকব।' এদিন প্রকাশ্য জনসভায় শুভ্রাংশুর মুখের সেই কথা শুনতে চাইছে গোটা তৃণমূল পরিবার। শুনতে চাইছে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে কী আক্রমনণ শানান তিনি।

শুভ্রাংশু মুখে বারবার বলেছেন তৃণমূলের প্রতি তাঁর আনুগত্যের কথা। কিন্তু তা বাস্তবিক কতটা, তারই পরীক্ষা নিতে চাইছে দল। বাবার বিরুদ্ধে তাঁর বক্তব্যের ধার কতটা তীব্র হয়, তাই এদিন দেখতে চাইছে ধর্মতলার মঞ্চ। তাঁর সেই বক্তব্যই প্রমাণ করবে বীজপুর তথা কাঁচরাপাড়ার ব্যাটন এবার কার হাতে থাকবে।

[আরও পড়ুন:মুকুলকে 'শিখণ্ডী' করে তৃণমূলের পর্দা ফাঁস করলেন কুণাল! প্রকাশ্যে কালো টাকা বিতর্ক][আরও পড়ুন:মুকুলকে 'শিখণ্ডী' করে তৃণমূলের পর্দা ফাঁস করলেন কুণাল! প্রকাশ্যে কালো টাকা বিতর্ক]

English summary
Trinamool Congress takes first test of Mukul-son Shuvrangshu Roy on the stage of Dharmatala.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X