For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর 'প্রস্তাবে'র বিরোধিতা সব্যসাচীর! মুকুলের সঙ্গে মত মেলালেন বিধাননগরের মেয়র

মুখ্যমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। এদিন তিনি বলেন, তিনি বাম কংগ্রেসকে মোটেইপাশে চাইছেন না। তিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে আছেন।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। এদিন তিনি বলেন, তিনি বাম কংগ্রেসকে মোটেই পাশে চাইছেন না। তিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে আছেন। কিন্তু বামের হাত ধরে রামে যাওয়ার মানসিকতা তাঁর নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রী মমতার প্রশংসা করেছেন তিনি।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রস্তাব

বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রস্তাব

প্রকাশিত খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী বুধবার বিধানসভায় বলেন, মান্নানভাই, সুজন দা চলুন বিজেপির বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করি। যদিও সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব খারিজ করে দেয় বাম কংগ্রেস পরিষদীয় দল। বিতর্ক বাড়তে থাকায় এর ব্যাখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তিনি রাজনৈতিক নয়, সামাজিক জোটের কথা বলেছিলেন। যেমনটি জাতীয়স্তরে ২৩ টি রাজনৈতিক দল একসঙ্গে লড়াই করছে, তেমনই।

বিরোধিতায় সব্যসাচী

বিরোধিতায় সব্যসাচী

এদিন বারাসত আদালতে গিয়েছিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। সেখানে প্রশ্ন করা হলে, তিনি বলেন, তিনি বাম কংগ্রেসকে মোটেই পাশে চাইছেন না। তিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে আছেন। কিন্তু বামের হাত ধরে রামে যাওয়ার মানসিকতা তাঁর নেই। তবে তিনি রামের দিকে ঝুঁকবেন কিনা সেবিষয়ে কোনও মন্তব্য করেননি।

ভাটপাড়ায় বিদ্বজ্জনেদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য

ভাটপাড়ায় বিদ্বজ্জনেদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য

এদিন সব্যসাচী দত্ত ভাটপাড়ায় বিদ্বজ্জনেদের যাওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন। রাজ্যের যেসব জায়গায় হানাহানি হচ্ছে, সব জায়গাতেই যেন সুশীল সমাজের প্রতিনিধিরা যান। প্রসঙ্গত বৃহস্পতিবার ভাটপাড়ায় গিয়েছিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, চন্দন সেনরা। বিজেপি নেতা মুকুল রায় বলেছিলেন, রাজ্যের যেসব জায়গায় হানাহানি হচ্ছে, সব জায়গাতেই যাওয়া উচিৎ তাঁদের।

English summary
TMC's Sabyasachi Dutta told he is not agree with CM comments to take support from Left and Cong.On Wednesday CM told, Mannan bhai, Sujanda come forward to fight against BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X