For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার সৌগত সিবিআই স্ক্যানারে! নারদ ঘুষকাণ্ডে কী সাফাই তৃণমূল সাংসদের

মঙ্গলবারই দলের আর এক সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, নির্বাচনের জন্যই ওই টাকা নেওয়া হয়েছিল। এবার সেই একই প্রশ্নের মুখোমুখি সৌগত রায়ও।

  • |
Google Oneindia Bengali News

নারদকাণ্ডে এবার সিবিআইয়ের স্ক্যানারে আরও এক তৃণমূল সাংসদ। তিনবার তলব করার পর অবশেষে তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় সিবিআই দফতরে হাজিরা দিলেন। তাঁকে যথারীতি নারদ-ভিডিও দেখিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সিবিআই আধিকারিকরা জানতে চান কে তাঁর সঙ্গে নারদকর্তার পরিচয় করিয়ে দেন?

এবার সৌগত সিবিআই স্ক্যানারে! নারদ ঘুষকাণ্ডে কী সাফাই তৃণমূল সাংসদের

মঙ্গলবারই দলের আর এক সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। তিনি সিবিআই আধিকারিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দেন, নির্বাচনের জন্যই ওই টাকা নেওয়া হয়েছিল। আগেও তৃণমূলের একাধিক সাংসদ এই টাকা নেওয়ার কথা স্বীকার করেন। এবার সেই একই প্রশ্নের মুখোমুখি সৌগত রায়ও।

এদিন সৌগত রায়কে নারদ সংক্রান্ত নথিপত্র পেশ করতে বলেছিলেন সিবিআই আধিকারিকরা। সেইমতো যাবতীয় নথি নিয়েই হাজির হয়েছিলেন সাংসদ। সেইমতোই সিবিআইয়ের সমস্ত প্রশ্নের উত্তর দেন তিনি। এদিন বেলা সাড়ে দশটা নাগাদ তিনি নিজাম প্যালেসে পৌঁছন। তারপর থেকেই দফায় দফায় জেরা করা হয় তাঁকে।

এই নিয়ে তলব করা দশজন তৃণমূল নেতা-নেত্রীর মধ্যে ন-জনকে জেরা করা হয়ে গেল সিবিআইয়ের। শুধুমাত্র সিবিআইয়ের দফতরে হাজিরা দেননি মেয়র শোভন চট্টোপাধ্যায়। এখনও তলব করা বাকি মুকুল রায় ও মদন মিত্রকে। তাঁদের পুজোর মধ্যেই তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।

English summary
Tmc MP Sougata Roy faces cbi in Narad Investigation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X