For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোরের মোদীর প্রশংসায় অস্তস্তি! তৃণমূলের সাফাই নিয়ে 'লিঙ্কম্যান' কটাক্ষ বিরোধীদের

হাউডি মোদী অনুষ্ঠানের পর প্রশান্ত কিশোরের করা টুইট ঘিরেই অস্বস্তি শুরু হয়েছে তৃণমূলে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির বিরুদ্ধে লড়াই শক্তিশালী করতেই প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছে তৃণমূল। কোটি কোটি টাকার বিনিময়ে। আর সেই প্রশান্ত কিশোরই কিনা বিজেপি তথা নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন। হাউডি মোদী অনুষ্ঠানের পর প্রশান্ত কিশোরের করা টুইট ঘিরেই অস্বস্তি শুরু হয়েছে তৃণমূলে। প্রশান্ত কিশোর আসলে মোদী ও মমতার লিঙ্কম্যান কটাক্ষ বাম ও কংগ্রেসের।

মোদীর প্রশংসায় প্রশান্ত কিশোর

ট্রাম্পের প্রশংসা করতে গিয়ে মোদী বলেন আব কি বার ট্রাম্প সরকার। মোদীর এই পদক্ষেপের প্রশংসা করেছেন প্রশান্ত কিশোর। বলেছেন মোদীর এই পদক্ষেপ অভূতপূর্ব। আমেরিকায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প মোটেও ভাল অবস্থানে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে মোদী ট্রাম্পের হয়ে অর্থবহ প্রচার করে দিলেন। সেখানে থাকা ভারতীয়দের সংখ্যাকেই হাতিয়ার করেছেন মোদী। গণতন্ত্রে সংখ্যাটাই সব বলেও মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর। ২২ সেপ্টেম্বর কার্যত ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন মোদী।

মোদীর অবস্থানের বিরোধিতায় তৃণমূল

মোদীর অবস্থানের বিরোধিতায় তৃণমূল

হিউস্টনের মঞ্চে দাঁড়িয়ে মোদী ট্রাম্প তথা রিপাবলিকান পার্টির হয়ে প্রচার করেছেন। যা কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী। মোদীর এই অবস্থানের প্রতিবাদ করে তৃণমূল। দলের কর্মসূচিতে গিয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে প্রচার করছেন। কটাক্ষ করে তিনি বলেন, কোথাও ফুল পড়ে থাকলে সেটা তুলে নিয়ে ট্রাম্পের পকেটে তুলে দিচ্ছেন। তিনি বলেন, যদি এক্ষেত্রে বিপক্ষ দল জিতে যায়, তাহলে দেশের সঙ্গে সম্পর্কের কী হবে।

প্রশান্ত কিশোরের টুইট ঘিরে শোরগোলে তৃণমূলের সাফাই

প্রশান্ত কিশোরের টুইট ঘিরে শোরগোলে তৃণমূলের সাফাই

এই পরিস্থিতিতে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টুইট ঘিরেই শুরু রয়েছে রাজনৈতিক শোরগোল। তৃণমূলের সাফাই প্রশান্ত কিশোর যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মত। প্রশান্ত কিশোর সাধারণ নাগরিক হিসেবে বলে থাকতে পারেন, মন্তব্য করেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে।

মোদীর অবস্থানকে সমর্থন বিজেপির

মোদীর অবস্থানকে সমর্থন বিজেপির

বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় স্বাভাবিকভাবেই ট্রাম্পকে নিয়ে মোদীর বক্তব্যকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, যদি কেউ ভাল কাজ করেন, তাহলে প্রশংসা তাঁর প্রাপ্য। এপ্রসঙ্গে তিনি শশী থারুরের নাম করেন।

বিজেপি ও তৃণমূলের গোপন সংযোগ, অভিযোগ বাম কংগ্রেসের

বিজেপি ও তৃণমূলের গোপন সংযোগ, অভিযোগ বাম কংগ্রেসের

তবে বিষয়টি নিয়ে সরব হয়েছে বাম ও কংগ্রেস। দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম-এর সম্পাদক শমির লাহিড়ি বলেছেন, প্রশান্ত কিশোর যাঁদের হয়ে এতদিন কাজ করেছেন, তারা সবাই তৃণমূলের বন্ধু। তাঁর কটাক্ষ প্রশান্ত কিশোরের কাজের শর্তই হচ্ছে বিজেপির সঙ্গে লাইনআপকে খুলে রাখা। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের কটাক্ষ প্রধানমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক আছে বলেই প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছে তৃণমূল। আসলে তিনি মোদী ও মমতার লিঙ্কম্যান, বলেছেন সোমেন।

English summary
TMC in a disconfort position on Prashant Kishor's comments on Howdy Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X