For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লড়াই করে তৈরি করেছেন জায়গা, অন্যতম কনিষ্ঠ শিল্পীর হাতে তৈরি হচ্ছে শহরের বহু মণ্ডপ

Array

Google Oneindia Bengali News

বর্তমানে কলকাতার মৃৎশিল্পীদের মধ্যে অন্যতম কনিষ্ঠ জনপ্রিয় মৃৎশিল্পী দীপঙ্কর পাল। অতি অল্প সময়ে দীপঙ্কর তার নিজের কর্মদক্ষতায় অসাধারণ সমস্ত দুর্গাপ্রতিমা আমাদের উপহার দিয়েছেন বারে বারে।

লড়াই করে তৈরি করেছেন জায়গা, অন্যতম কনিষ্ঠ শিল্পীর হাতে তৈরি হচ্ছে শহরের বহু মণ্ডপ

আজ কলকাতার মৃৎশিল্পীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার তৈরি করা প্রতিমা বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। এ বছরেও তার ব্যস্ততা তুঙ্গে, উত্তরের দক্ষিণপাড়া, শোভাবাজার বড়তলা,নাগেরবাজার বিবেক সংঘ, বেলপুকুর ইউনাইটেড ক্লাব থেকে দক্ষিণে ভবানীপুর অবসর কিংবা হাওড়ার বাদামতলা হয়ে দুর্গাপুর পর্যন্ত বিভিন্ন মণ্ডপে তার তৈরি দুর্গা প্রতিমা এবার মন্ডপ আলোকিত করবে।প্রতিবছরের মতো এবছরও দর্শক সাধারণ অপেক্ষা করে আছে তার তৈরি মাতৃপ্রতিমা দেখবার আশায়।

পুজো বাকি আর মাত্র ৩০ দিন। তারপরেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যাবে। কিন্তু শহরে ইতিমধ্যেই এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি। থিমের লড়াই থিম কে কত ভালো করতে পারে তা নিয়ে শিল্পীরা লেগে পড়েছেন। অনেক দিন আগেই শুরু হয়েছে সেই মহাযজ্ঞ। খুঁটি পুজোও সব মণ্ডপে শেষ হয়ে গিয়েছে। দেখে নেওয়া যাক শহরের কোন কোন দুর্গাপুজো কী কী থিমের উপর কাজ করছে। থিমের নামই বা কি তা জেনে নিন।

উত্তর থেকে পূর্ব ১. শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, থিম - ভ্যাটিকান শহর, ২. গৌরিবেরিয়া সার্বজনী থিম - কাকাতাড়ুয়া, ৩. দমদম পার্ক ভারতচক্র, থিম - অন্তলীন ৪. বাদামতলা আষাঢ় সংঘ থিম - জায়গা ৫. আহিরিটোলা যুবকবৃন্দ থিম - স্বপ্নের বাঁধন, ৬. সন্তোষ মিত্র স্কোয়ার থিম - স্বাধীনতার ৭৫ বছর, ৭. গোয়াবাগান শারদোৎসব সম্মিলন, থিম - চুমুক, ৮. সংগ্রামী থিম - মূল্যবোধ, ৯. মাশিলা গড়মির্জাপুর আলমপুর সার্বজনীন দুর্গোৎসব থিম - অবতার ১০. সপ্তশিখা ( বেহালা )থিম - বজরা এলো দেখতে চলো ১১. ৬৬ পল্লী, থিম - নতুন দিশার পথে ১২. তেলেঙ্গাবাগান সার্বজনীন, থিম - গর্ভগৃহের ইতিকথা

উত্তর ও দক্ষিণ কলকাতা ১৩. সিংহি পার্ক থিম - নারায়ণে নারায়ণী, ১৪. হাজরা উদয়ন সংঘ থিম - শতবর্ষে সত্যজিৎ, ১৫. সল্টলেক সি এফ ব্লক রেসিডেন্স থিম - বিবর্তন, ১৬. মানিকতলা লালাবাগান নবাঙ্কুর দুর্গা পুজো, থিম - উৎসর্গ, ১৭. সুরুচি সংঘ, থিম - পথিবী আবার শান্ত হবে, ১৮. উল্টোডাঙ্গা শুড়ির বাগান, থিম - ট্রিবুট (Tribute),

English summary
kolkata durga puja artist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X