For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেড রোড ও মেয়ো রোডের সংযোগস্থলে দুর্ঘটনা! ৩ টি বাসের পরপর ধাক্কায় রক্তাক্ত ৮ যাত্রী

রেড রোড ও মেয়ো রোডের সংযোগস্থলে দুর্ঘটনা। বাস ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন আটজন বাসযাত্রী। যাত্রীদের অভিযোগ বেপরোয়া গতির কারণেইএদিন দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে।

  • |
Google Oneindia Bengali News

রেড রোড ও মেয়ো রোডের সংযোগস্থলে দুর্ঘটনা। বাস ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন আটজন বাসযাত্রী। যাত্রীদের অভিযোগ বেপরোয়া গতির কারণেই এদিন দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ট্যাক্সিকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।

কলকাতায় দুর্ঘটনা

কলকাতায় দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ট্যাক্সি আচমকাই রুট পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটেছে। ট্যাক্সির পিছনের ছিল ৫২ নম্বর রুটের একটি বাস। সেটি ট্যাক্সিটিকে বাঁচানোর চেষ্টা করে। সেই সময়ই ব্রেক কষেক ওই বাসের চালক। রাস্তায় চাকার দাগ হয়ে যায়।

৩ টি বাস পরপর ধাক্কা

৩ টি বাস পরপর ধাক্কা

৫২ নম্বর বাসের পিছনেই ছিল আনন্দপুর হাওড়া রুটের একটি মিনিবাস।ওই মিনিবাসের পিছনে ছিল ২১২ নম্বর রুটের অপর একটি বাস। ৫২ নম্বর রুটের বাসটি দাঁড়িয়ে যাওয়ায়
তিনটি বাস পর পর ধাক্কা মারে। ২১২ নম্বর রুটের বাস এবং মিনিবাসের যাত্রীদের অভিযোগ দুটি বাসেরই গতিবেগ অত্যন্ত বেশি ছিল। ফলে বেক কষলেও, তাদের দাঁড় করানো যায়নি।

 রক্তাক্ত ৮ জন

রক্তাক্ত ৮ জন

এই দুর্ঘটনায় আটজন রক্তাক্ত হন। তার মধ্যে ছয়জন মহিলা এবং একজন বৃদ্ধ রয়েছেন। সব থেকে বেশি চোট পান ওই বৃদ্ধ। তাঁদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সবাই অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে।

<strong>[ছুটির দিনেই নবান্নে সিবিআই! সোমবার রাজীব কুমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত]</strong>[ছুটির দিনেই নবান্নে সিবিআই! সোমবার রাজীব কুমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার ইঙ্গিত]

[অযোধ্যায় রাম মন্দির তৈরি নভেম্বরেই! ফের খবরে সুব্রহ্মমণ্যম স্বামী ][অযোধ্যায় রাম মন্দির তৈরি নভেম্বরেই! ফের খবরে সুব্রহ্মমণ্যম স্বামী ]

English summary
There is a accident at the crossing of Red Road and Meyo Road. Eight passengerinjured in this accident.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X