For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র, 'ইচ্ছা অনুযায়ী' শেষকৃত্য সম্পন্ন

প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র (Shaoli Mitra)। এদিন বিকেলে প্রয়াত হন তিনি। তাঁর ইচ্ছা অনুযায়ী, ফুলে ভাড়ে দেহ ভারী না করে সন্ধেতেই শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। সেখানে পরিবারেও দু-একজন হাজির ছিলেন বলে জানা গিয়েছে। ম

  • |
Google Oneindia Bengali News

প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র (Shaoli Mitra)। এদিন বিকেলে প্রয়াত হন তিনি। তাঁর ইচ্ছা অনুযায়ী, ফুলে ভাড়ে দেহ ভারী না করে সন্ধেতেই শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। সেখানে পরিবারেও দু-একজন হাজির ছিলেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র, ইচ্ছা অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা। তবে চিকিৎসকের কাছে যাওয়ার ব্যাপারে অনীহা ছিল তাঁর। শেষ ইচ্ছাপত্রে তিনি বলেছিলেন, শেষকৃত্যের পরেই যেন সবাইকে খবর জানানো হয়। তাঁর শেষ ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন প্রিয়জনরা। বিকেল ৩.৪০-এ মৃত্যু হয় তাঁর। শাঁওলি মিত্র বাবা শম্ভু মিত্রও একই ধরনের ইচ্ছাপত্র করে গিয়েছিলেন। প্রসঙ্গত শম্ভু মিত্রের মৃত্যু হয়েছিল ১৯৯৭ সালে।

সিরিটি শ্মশানে তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে নাট্যকর্মী এবং তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। ছিলেন নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়ও।

২০০৩ সালে তিনি পেয়েছিলেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার। ২০০৯ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। ২০১২ সালে তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কার দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন বাংলা আকাডেমির দায়িত্বে।

শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, শাঁওলি মিত্র তাঁর বহুদিনের সহযোগী ছিলেন। সিঙ্গুর- নন্দীগ্রাম আন্দোলনে তিনি একসঙ্গে ছিলেন। রেলমন্ত্রী থাকার সময়েও তিনি ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরে শাঁওলি মিত্র বাংলা অ্যাকাডেমির সভাপতি হন এবং দায়িত্বের সঙ্গে মূল্যবান কাজ করেন বলেও শোকবার্তায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার সরকার তাঁকে ২০১২ সালে বঙ্গবিভূষণ ও ২০১৪ সালে দীনবন্ধু পুরস্কার দেয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

UP Election 2022: দাগী অপরাধীদের মাঠে নামিয়েছেন অখিলেশ! 'খেলা ঘোরাতে' এসপির পদক্ষেপকে নিশানা যোগীরUP Election 2022: দাগী অপরাধীদের মাঠে নামিয়েছেন অখিলেশ! 'খেলা ঘোরাতে' এসপির পদক্ষেপকে নিশানা যোগীর

English summary
Theatre personalities Shaoli Mitra died on Sunday at the age of 74 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X