For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসর্জন জট কাটল না মহালয়ার আগেও, প্রধান বিচারপতি কেন শুনলেন না এই মামলা

সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের এজলাসে ওঠার কথা ছিল বিসর্জন সংক্রান্ত মামলাটি। কিন্তু তাঁর অবসরের কারণে এদিনও চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে রইল।

  • |
Google Oneindia Bengali News

বিসর্জন-জট কাটল না সোমবারও। একাদশীর দিন দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলিয়ে রাখল হাইকোর্ট। সোমবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে সময় অভাবে বিসর্জন মামলা শুনলেনই না। ফলে রায়দানও হল না। তিনি জানান, সব পক্ষের কথা না শুনে এই মামলার রায়দান অসম্ভব। কিন্তু এদিন তাঁর পক্ষে সব পক্ষের সওয়াল শুনে বিসর্জনের রায় দেওয়া সম্ভব হচ্ছে না।

বিসর্জন জট কাটল না মহালয়ার আগেও, প্রধান বিচারপতি কেন শুনলেন না এই মামলা

এদিনই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে অবসর নিচ্ছেন। ফলে সারাদিনই বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত তিনি। এই ব্যস্ততার মধ্যে তিনি সময় করে উঠতে পারলেন না বিসর্জন মামলা শোনার। এদিনই তাঁর এজলাসে ওঠার কথা ছিল বিসর্জন সংক্রান্ত মামলাটি। মামলাটি তাঁর এজলাসে ওঠেও। কিন্তু তাঁর অবসরের কারণে এদিনও চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে রইল।

উল্লেখ্য, গত সপ্তাহেই হাইকোর্ট দশমীর দিন বিসর্জনের সময়সীমা বাড়িয়ে রাত দশটা পর্যন্ত করে। কিন্তু একাদশীর দিন নিয়ে কোনও মন্তব্য করেনি হাইকোর্ট। সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এদিন শুনানির দিন ধার্য হয়। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, একাদশীর দিন বিসর্জন বন্ধ থাকবে। কারণ ওইদিনই মহরম।

দুই ধর্মাবলম্বী মানুষের শোভাযাত্রায় যাতে কোনওরকম নিরাপত্তাজনিত সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে অনড়। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেন আরএসএস ও বিজেপিকে। আরএসএস ও বিজেপি এই ঘোষণার পরই পাল্টা আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। এই নিয়ে এখনও তরজা অব্যাহত। স্বাভাবিকভাবেই এদিন হাইকোর্টে বিসর্জন মামলার রায় নিয়ে উৎসাহ ছিল প্রবল।

English summary
The verdict of Durga immersion is not finalized before Mahalaya. Today Acting Chief Justice will take retirement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X