খাস কলকাতায় শুভেন্দু ওপর হামলার চেষ্টা, আহত এক বিজেপি নেতা হাসপাতালে
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের চেষ্টা করা হল খোদ কলকাতার বুকে। এমনই অভিযোগ তুলেছে বিজেপি। এদিন কলকাতার ফুলবাগান-কাঁকুরগাছি এলাকায় বিজেপির মিছিলে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। এছাড়া বিজেপির পার্টি অফিসেও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পণ্ডা ও শিবাজী সিংহ রায়ের ওপর হামলা হয়। এই ঘটনায় শিবাজী গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে তাঁকে দেখতে যান বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।
এদিকে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো ও আক্রমণের ঘটনা ঘটেছে। গাড়িতে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। এদিকে রাতেই অমিত শাহ কলকাতায় পৌঁছে গিয়েছেন। তাঁর সফরের আগেই খোদ কলকাতার বুকে এমন হামলা রীতিমতো নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে তৃণমূল গোটা ঘটনা অস্বীকার করেছে। উল্টে তাঁদের কয়েকজন বিজেপির আক্রমণে আহত বলে দাবি করা হয়েছে।