For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবারও ধাক্কা রাজীব কুমারের! আগাম জামিনের আবেদন শুনল না সর্বোচ্চ আদালত

সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন রাজীব কুমার। রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন রাজীব কুমার। রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছে আদালত। পাশাপাশি আগাম জামিনের আবেদন না শুনে
সুপ্রিম কোর্ট জানিয়েছে নিম্ন আদালতে মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করুন। আদালত পর্যবেক্ষণে বলেছে, যে কোনও আইনজীবীর থেকে রাজীব কুমার আইন ভাল
বোঝেন। কেননা একাধিক বড় পদ তিনি সামলেছেন।

আবারও ধাক্কা রাজীব কুমারের! আগাম জামিনের আবেদন শুনল না সর্বোচ্চ আদালত

সাতদিন আগে আদালত জানিয়েছিল, এই সাতদিন সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না। সর্বোচ্চ আদালতের তরফে তাঁকে নিম্ন আদালতে আবেদন করার পরামর্শ
করার উপদেশ দেওয়া হয়েছিল। ২৪ মে শেষ হতে যাচ্ছে সেই সময়সীমা। কিন্তু নিম্ন আদালত থেকে সেই সংক্রান্ত আদেশ রাজীব কুমার পাননি। আইনজীবীদের কর্মবিরতির
কথা জানিয়ে সুপ্রিম কোর্টে করা আবেদনে রাজীব কুমার বলেছিলেন, যতদিন এই কর্মবিরতি চলছে ততদিন পর্যন্ত তাঁর রক্ষা কবচের সময় বাড়ানো হোক।

শুক্রবার বিচারপতি মিশ্রের বেঞ্চ বলে, এই রায় সুপ্রিম কোর্ট থেকেই দেওয়া হয়েছিল। পাশাপাশি এই রায় দিয়েছিল প্রধান বিচারপতিপর বেঞ্চ। তাই সেই রায়ে তিনি হস্তক্ষেপ
করচে চাইছেন না। সেই সময় রাজীব কুমারের আইনজীবী পশ্চিমবঙ্গে আইনজীবীদের কর্ম বিরতির কথা উল্লেখ করেন। সেই সময় বিচারপতি মিশ্র বলেন, রাজীব কুমার
বর্তমানে ডিজি পদমর্যাদায় থাকায় অনেক আইনজীবীর থেকে আইনটা ভাল বোঝেন। আইনজীবীদের কর্মবিরতি চললেও আদালতে কাজ চলছে। বিচারক কিংবা বিচারপতিরা
সেখানে বসছেন বলেও উল্লেখ করেন বিচারপতি মিশ্র। আবেদনকারী ব্যক্তি নিজেই সেখানে উপস্থিত হতে পারেন। দ্বিতীয় ব্যবস্থা হিসেবে আদালত খোলা পর্যন্ত অপেক্ষা করতে বলেন।
সেই সময় রাজীব কুমারের আইনজীবী কিছু ছাড় দেওয়ার জন্য বলায় বিচারপতি ক্ষুব্ধ হন বলে জানা গিয়েছে। বিচারপতি আইনজীবীকে বলেন, তিনি এভাবে মন্তব্য করতে পারেন না।
এই সময় ক্ষমা চেয়ে নেন রাজীব কুমারের আইনজীবী। এরপরেই রাজীব কুমারের আবেদন খারিজ করে দেওয়া হয়।

একদিকে যখন রাজীব কুমারকে শুক্রবারের মধ্যে রক্ষাকবচ আদায় করতে হবে, অন্যদিকে রক্ষা কবচ না পেলে সিবিআই কী করে তার জন্য অপেক্ষা করতে হবে।

English summary
Supreme Court dismisses IPS Rajeev Kumar's plea to extend protection. Former Kolkata Police Commissioner Rajeev Kumar approaches Supreme Court seeking extension of seven days protection given to him by the court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X