For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির মতো ক্ষতিকারক তৃণমূলও! সুর চড়াল প্রাক্তন জোট-সঙ্গী

বিজেপি, তৃণমূল দুদলই সমাজের পক্ষে ক্ষতিকারক। ক্ষতিকারক পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য দুদলই রাজ্যে ধর্মীয় মেরুকরণ করছে। এমনটাই অভিযোগ তৃণমূলের প্রাক্তন জোটসঙ্গী এসইউসিআই-এর।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি, তৃণমূল দুদলই সমাজের পক্ষে ক্ষতিকারক। ক্ষতিকারক পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য দুদলই রাজ্যে ধর্মীয় মেরুকরণ করছে। এমনটাই অভিযোগ তৃণমূলের প্রাক্তন জোটসঙ্গী এসইউসিআই-এর। অভিযোগ করেছেন এসইউসিআই-এর শীর্ষ নেতা প্রভাস ঘোষ।

বিজেপির মতো ক্ষতিকারক তৃণমূলও! সুর চড়াল প্রাক্তন জোট-সঙ্গী

অভিযোগ প্রসঙ্গে প্রভাস ঘোষ তুলে ধরেছেন সংসদে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ২০০৫-এর অগাস্টের মন্তব্য। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর মোয়াজ্জেম ভাতা চালু করেছিলেন।

অসমে জাতীয় নাগরিক পঞ্জীকরণ নিয়ে কড়া সমালোচনা করেন এসইউসিআই-এর প্রবীণ এই নেতা। তাঁর অভিযোগ, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে মধ্যে বিভাজন তৈরি করছে বিজেপি।

যদিও এসইউইউসির সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মতে রাজ্যে অস্তিত্বই নেই এসইউসির।

২০১১-র বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই রাজ্যে সিপিএম নেতৃত্বাধীন বাম সরকারের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে মিলে মহাজোট তৈরি করেছিল এসইউসিআই। ২০০৯-এর নির্বাচনে যেমন লোকসভায় আসনে জয় পেয়েছিল তারা, ঠিক তেমনই ২০১১-র বিধানসভা নির্বাচনেও আসন পেয়েছিল এসইউসিআই। যদিও পরবর্তী সময়ে ২০১৪-র লোকসভা হোক কিংবা ২০১৬-র বিধানসভা তৃণমূলের থেকে আলাদা হয়েই লড়াই করেছিল তারা।

English summary
SUCI criticised TMC over their steps on NRC issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X