For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে যাদবপুরের পড়ুয়ারা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৬ জানুয়ারি: উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর পদত্যাগের দাবি এ বার আমরণ অনশনে বসলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার রাত থেকে শুরু হয়েছে অনশন। এর ফলে আবার নতুন করে অচলাবস্থা তৈরি হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিটলারি কায়দায় পুলিশি হামলা, আলো নিভিয়ে শ্লীলতাহানি
আরও পড়ুন: এশিয়ার সেরা ১০০: বাংলা থেকে জায়গা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়

২০১৪ সালের ২৮ অগস্ট এক ছাত্রীর শ্লীলহানির ঘটনা ঘটে ক্যাম্পাসে। দোষীদের শাস্তির দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। ১৬ সেপ্টেম্বর রাতে উপাচার্য অভিজিৎ চক্রবর্তী পুলিশ ডাকেন। আলো নিভিয়ে রাতের অন্ধকারে অত্যাচার চালায় পুলিশ। ছাত্রীদের শ্লীলতাহানি করা হয়। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজপথে বিরাট মিছিল হয়। তাতে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাতে অবশ্য রাজ্য সরকারের টনক নড়েনি। অস্থায়ী থেকে স্থায়ী উপাচার্য হন অভিজিৎ চক্রবর্তী।

ককক

এদিকে, গত ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। সিংহভাগ ছাত্রছাত্রী সমাবর্তন বয়কট করেন। যাঁরা মঞ্চে ওঠেন, তাঁদের অনেকে সার্টিফিকেট নিতে অস্বীকার করেন।

এত কিছুর পরও উপাচার্যের পদ ছাড়ার কোনও লক্ষণ নেই দেখে ফের আন্দোলনে নামার সিদ্ধান্ত নেন পড়ুয়ারা। গতকাল রাত দশটা থেকে শুরু হয় আমরণ অনশন। ঠিক হয়েছে, যতদিন না অভিজিৎ চক্রবর্তী পদত্যাগ করবেন ততদিন অনশন চলবে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার।

English summary
Students of JU begin indefinite hunger strike demanding resignation of VC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X