For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সল্টলেকে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রকে নির্যাতনের অভিযোগ, ১০ জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সল্টলেকের বেসরকারি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম বর্ষের ছাত্রকে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। দ্বিতীয় ও তৃতীয় বর্ষে ১০ জন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়।

  • |
Google Oneindia Bengali News

সল্টলেকের বেসরকারি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম বর্ষের ছাত্রকে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। দ্বিতীয় ও তৃতীয় বর্ষে ১০ জন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। ঘটনার কথা জানিয়ে, বিচার চেয়েছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সল্টলেকে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রকে নির্যাতনের অভিযোগ, ১০ জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের

চলতি বছরেই সল্টলেকের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স এবং টেলি কমিউনিকেশন নিয়ে ভর্তি হয় কেষ্টপুরের বাসিন্দা ওই ছাত্র। অগাস্ট থেকে শুরু হয়েছে ক্লাস। অভিযোগ, প্রথম দিন থেকেই ওই ছাত্রের ওপর অত্যাচার শুরু করে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্র।

ওই ছাত্রের অভিযোগ, কখনও অশালীন প্রশ্ন করা হয়। আবার কখনও মাথায় কাঁচের বোতল নিয়ে গোটা কলেজ ঘুরতে হবে বলে নির্দেশও দেওয়া হয়। বোতল মাথা থেকে পড়ে যাওয়ায় মারধরও করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে অভিভাবকদের সব কথা জানায় ওই ছাত্র।

সল্টলেকে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রকে নির্যাতনের অভিযোগ, ১০ জন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের

অভিযোগকারীর পরিবারের দাবি, কর্তৃপক্ষের কাছে এর আগে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। অভিভাবকদের একাংশ ঘটনার জন্য কর্তৃপক্ষকেই দায়ী করেছেন।

English summary
student accuses of ragging at saltlake techno india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X