For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-উত্তর ২৪ পরগনা বাদে ২১ জেলায় করোনা আক্রান্ত ১০০-র নীচে, একনজরে পরিসংখ্যান

কলকাতা-উত্তর ২৪ পরগনা বাদে ২১ জেলায় করোনা আক্রান্ত ১০০-র নীচে, একনজরে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

কলকাতা-উত্তর ২৪ পরগনা বাদে ২১ জেলায় করোনা আক্রান্ত ১০০-র নীচে নেমে গেল বাংলায়। করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরেছে ঠিকই, মৃত্যুর সংখ্যা উদ্বেগে রেখেছে। এদিন কলকাতার করোনা সংক্রমণ কমে ২০০-র নিচে নেমেছে। কিন্তু মৃত্যু হয়েছে ১০ জনের। আর উত্তর ২৪ পরগনায় এদিন সর্বোচ্চ সংক্রমণ হয়েছে ২৩ জেলার মধ্যে।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ২০০-র নীচে নামল এদিন। সক্রিয়ের সংখ্যা নামল সাড়ে তিন হাজারে। ২৬৫ জন কমে কলকাতার সক্রিয়ের সংখ্যা ৩৫৪৭ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১৭০ জন কমে হয়েছে ৩০৫৪। হাওড়ার করোনা সক্রিয় ৮৪৩। হুগলির করোনা সক্রিয় ৯৪৭ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ১৩১১ হয়েছে। এছাড়া দার্জিলিংয়ে হাজারের উপরে সক্রিয়। নদিয়া ও বীরভূমে সক্রিয় হাজারের ঠিক নীচেই।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫২৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৮১ জন। উত্তর ২৪ পরগনায় ২০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ২০০-র নীচে নেমে গিয়েছে। তবে উত্তর ২৪ পরগনার সংক্রমণ কলকাতাকে ছাপিয়ে ২০০-র উপরে। বাকি জেলাতেও করোনা সংক্রমণ নেমে গিয়েছে ১০০-র নীচে। ৯ জেলায় সংক্রমণ ৫০-এর নীচে। সবথেকে কম সংক্রমণ পুরুলিয়া জেলায়। মাত্র ১৭ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৫৪১৬। এদিন কলকাতায় ১৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৫৫২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৩৬৩১৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৫৪৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৩৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০১২৩১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২০৫ জন। মৃত্যু হয়েছে মোট ৫২৫৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯২৯১৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩০৫৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৬৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ৯৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৬৬৩৫ জন। হাওড়ায় আক্রান্ত ১২৪৬০৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৫ জন। হুগলিতে ৫৭ জন বেড়ে আক্রান্ত ১০৭৪৮৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৬০ জন, কোচবিহারে ৪৩ জন, দার্জিলিংয়ে ৮৩ জন, কালিম্পংয়ে ২৫ জন, জলপাইগুড়িতে ৭২ জন, উত্তর দিনাজপুরে ৩২ জন, দক্ষিণ দিনাজপুরে ৪৬ জন, মালদহে ৫২ জন, মুর্শিদাবাদে ৩৮ জন, নদিয়ায় ৯৬ জন, বীরভূমে ৮৮ জন, পুরুলিয়ায় ১৭ জন, বাঁকুড়ায় ৫৫ জন, ঝাড়গ্রামে ১৯ জন, পশ্চিম মেদিনীপুরে ৫৯ জন, পূর্ব মেদিনীপুরে ৪০ জন, পূর্ব বর্ধমানে ৫৫ জন, পশ্চিম বর্ধমানে ৬০ জন আক্রান্ত হয়েছেন এদিন।

কোন জেলায় কত সক্রিয়

কোন জেলায় কত সক্রিয়

আলিপুরদুয়ারে ৪৩৭ জন, কোচবিহারে ৫৯৪ জন, দার্জিলিংয়ে ১০৪১ জন, কালিম্পংয়ে ১৯০ জন, জলপাইগুড়িতে ৭৪৪ জন, উত্তর দিনাজপুরে ৩৩৬ জন, দক্ষিণ দিনাজপুরে ৪১৭ জন, মালদহে ৭৬৮ জন, মুর্শিদাবাদে ৫০০ জন, নদিয়ায় ৯৬৯ জন, বীরভূমে ৯৭১ জন, পুরুলিয়ায় ২৭৫ জন, বাঁকুড়ায় ৬০৯ জন, ঝাড়গ্রামে ২২৫ জন, পশ্চিম মেদিনীপুরে ৬০০ জন, পূর্ব মেদিনীপুরে ৩৭১ জন, পূর্ব বর্ধমানে ৭৪৪ জন, পশ্চিম বর্ধমানে ৭২০ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।

English summary
Statistics of Coronavirus of 23 districts in West Bengal on February 4. Kolkata’s active case now below five thousand,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X