For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! বাড়তি ছুটির ঘোষণা নবান্নের

ফের ছুটি বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। ছট পুজো উপলক্ষে এই বাড়তি ছুটি দেওয়ার কথা জানানো হয়েছে। আগেকার ঘোষণা মতো ছটপুজোর জন্য মঙ্গলবার ছুটি থাকবে সরকারি অফিস।

  • |
Google Oneindia Bengali News

ফের ছুটি বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। ছট পুজো উপলক্ষে এই বাড়তি ছুটি দেওয়ার কথা জানানো হয়েছে। আগেকার ঘোষণা মতো ছটপুজোর জন্য মঙ্গলবার ছুটি থাকবে সরকারি অফিস। যাঁরা পুজো করবেন তাঁদের জন্য বুধবারও ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সোমবার এনিয়ে নবান্ন থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

ছটে বাড়তি ছুটি

ছটে বাড়তি ছুটি

ছট পুজোয় বাড়তি ছুটির দিন উপভোগ করতে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। মঙ্গলবার সাধারণ ছুটির দিন ছাড়াও, বুধবার ছুটি রাখা হচ্ছে। যাঁরা পুজো করবেন, তাঁদের জন্য এই ছুটি বরাদ্দ করার নির্দেশিকা জারি করা হয়েছে।

বাম আমলে ছটে ছিল না ছুটি

বাম আমলে ছটে ছিল না ছুটি

বাম আমলে ছটপুজোয় কোনও ছুটি ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার দুবছর পর থেকে ছুটি ঘোষণা করা হয়। গতবছর থেকে ছট পুজোর দিনটিকে সাধারণ ছুটির তালিকায় ঢোকানো হয়েছে। আর এবছরে ছটপুজোর জন্য আরও একটি ছুটির দিন বাড়ল।

পুজোয় ছিল ১৬ দিন ছুটি

পুজোয় ছিল ১৬ দিন ছুটি

এবারের পুজোয় অর্থাৎ আগের মাসেই সরকারি কর্মীজের পুজোর ছুটি শুরু হয়েছিল পঞ্চমীর দিন থেকে। যা চলেছিল টানা ১৬ দিন।

ধর্মঘটে ছুটিতে নারাজ সরকার

ধর্মঘটে ছুটিতে নারাজ সরকার

পুজো, জামাই ষষ্ঠীতে অর্থদিবস কিংবা পূর্ণ দিবস ছুটি দেওয়া হলেও, ধর্মঘটের দিন দুটি দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেক্ষেত্রে কর্মদিবস নষ্টের অভিযোগ করা হয়। আর সরকারি কর্মীদের অফিসে হাজিরার জন্য নির্দেশিকাও জারি করা হয়। আর না হাজির হলে, চাকরি জীবনে একদিন ছেদ হওয়ার হুমকিও পেয়েছেন সরকারি কর্মীরা।

তবে ছটপুজোয় বাড়তি ছুটিতে কর্মীদের সেই ক্ষোভ অনেকটা প্রশমন হবে বলেই মনে করছেন সরকারি দলের একাংশ।

English summary
State Govt announced for a extra day holiday on chat puja on wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X