For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরি চেয়ে রাস্তায়, লাঠি মেরে মাথা-হাত ভেঙে দিল পুলিশ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কাজ
কলকাতা, ২১ নভেম্বর: শাসক দলের বিক্ষোভকারীরা তেড়ে এলে পুলিশ লুকোয় টেবিলের তলায়। আর পরীক্ষা দিয়েও যাঁরা চাকরি পান না, তাঁরা আন্দোলন করলে লাঠি দিয়ে মেরে মাথা ভেঙে দেয় পুলিশ। পশ্চিমবঙ্গে এটাই এখন দস্তুর। আর তা আবারও প্রমাণ হল সল্ট লেকে।

২০১২ সালের ২৯ জুলাই যে এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) পরীক্ষা হয়েছিল, তা পাশ করেও চাকরি পাননি অনেকে। এর ফলে আগে অনশন, বিক্ষোভ ইত্যাদি হয়েছে। গতকালও এমন একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। বেলেঘাটা মোড় থেকে সল্ট লেকে এসএসসি অফিস পর্যন্ত। ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের উদ্যোগে এই মিছিল হয়। আগে থেকে পুলিশের অনুমতিও নেওয়া ছিল। কিন্তু মিছিল এসএসসি অফিসের কাছে আসতেই পুলিশ হঠাৎ করে আন্দোলনকারীদের আটকে দেয়। অভিযোগ, পুলিশ জোর করে মিছিলের পথ ঘুরিয়ে দিতে চাইছিল। এর জেরে বচসা বেধে যায়। হঠাৎই পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুরুষ পুলিশকর্মীরা ভীমবিক্রমে মহিলাদের ওপর লাঠি চালাতে থাকে। কারও হাত ভাঙে, কারও মাথা ফেটে যায়, কেউ কোমরে চোট পান।

এসএফআইয়ের রাজ্য সভাপতি মধুজা সেন রায় বলেন, "বিনা প্ররোচনায় পুলিশ আমাদের ওপর লাঠি চালিয়েছে। আমরা তো চাকরির দাবিতে আন্দোলন করছিলাম। এটাও কি অপরাধ?"

বিধাননগর পুলিশের এডিসিপি দেবাশিস ধরের দাবি, পুলিশ লাঠি চালায়নি। বরং ছাত্রছাত্রীরাই পুলিশকে ইট মেরেছে।

প্রশ্ন উঠেছে, যদি বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠি না চালাবে, তা হলে এতজন জখম হল কেন? সদুত্তর পাওয়া যায়নি।

English summary
SSC candidates demand jobs, police attack them heavily
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X