For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধ্বংসী আগুনে অনিশ্চয়তায় বহু পরিবার! চিকিৎসক-ছাত্রীর কথায় সেই চিত্র

গড়িয়াহাট মোড়ের ১৮০ বছরের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বহু পরিবারকে। যার মধ্যে রয়েছে ওই বাড়ির বাসিন্দাসমাজপতি পরিবারও।

  • |
Google Oneindia Bengali News

গড়িয়াহাট মোড়ের ১৮০ বছরের বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বহু পরিবারকে। যার মধ্যে রয়েছে ওই বাড়ির বাসিন্দা সমাজপতি পরিবারও। পরিবারের দুই মেয়ের পড়াশোনা অনিশ্চয়তার মুখে। একজন এমবিবিএস-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। অপরজন তাঁরই বোন। সে দ্বাদশ শ্রেণীর ছাত্রী তাঁদের সব বই পুড়ে গিয়েছে।

বিধ্বংসী আগুনে অনিশ্চয়তায় বহু পরিবার! এক ছাত্রীর কথায় সেই চিত্র

ওই বাড়ির বাসিন্দা ঋষিতা সমাজপতি। মেডিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্রী। কিছুদিন আগেই তাঁর সেমেস্টার পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু সামনের দিনগুলিতে এগিয়ে যাওয়ার জন্য যেসব বই তাঁর ছিল, সবই পুড়ে গিয়েছে বিধ্বংসী আগুনে। একই অবস্থা দ্বাদশশ্রেণীর ছাত্রী তাঁর বোনেরও। সংবাদ মাধ্যমকে ঋষিতা জানিয়েছে, সেকেন্ড এমবিবিএস-এর সব বই পুড়ে গিয়েছে। পুড়ে গিয়েছে নোটস, খাতাও। পুড়ে যাওয়ার তালিকায় ফার্স্ট এমবিবিএস-এর প্র্যাকটিক্যালের সবকিছু।

বিধ্বংসী আগুনে অনিশ্চয়তায় বহু পরিবার! এক ছাত্রীর কথায় সেই চিত্র

নিজের বোনের কথাও জানিয়েছেন ঋষিতা। ২ মার্চ থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু তাঁর। প্র্যাকটিক্যালের যাবতীয় কিছু পুড়ে গিয়েছে এই আগুনে। স্কুলের পরিচয়পত্র থেকে শুরু করে বই সবই গ্রাস করেছে এই আগুন।

পুড়ে যাওয়ার পরে তাঁরা কোথায় থাকবেন তা নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

English summary
Several families are fallen into uncertailty in future due to Gariahat Fire
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X