For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরের বছর মাধ্যমিক এগিয়ে এল ১ মাস, জেনে নিন কবে কোন বিষয়ের পরীক্ষা

মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি এগিয়ে আনা হল একমাস।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের জন্য ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর। সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল। বুধবার মাধ্যমিকের ফলাফল প্রকাশের পরই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি এগিয়ে আনা হচ্ছে।

পরের বছর মাধ্যমিক এগিয়ে এল ১ মাস, জেনে নিন কবে কোন বিষয়ের পরীক্ষা

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানান, পরের বছর অর্থাৎ ২০১৯-এ মাধ্যমিক পরীক্ষা হবে ১২ ফেব্রুয়ারি থেকে। বর্তমান বছরের তুলনায় ৩০ দিন এগিয়ে আনা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। পরীক্ষায় সময় থাকবে যথারীতি ১১টা ৪৫ থেকে ৩টে পর্যন্ত। এদিনই মধ্যশিক্ষা পর্যদ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়ে দেয়।

পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার পরীক্ষার সূচি এইরকম : ১২ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৫ ফেব্রুয়ারি ইতিহাস, ১৬ ফেব্রুয়ারি ভূগোল, ১৮ ফেব্রুয়ারি গণিত, ১৯ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়।

পরের বছর মাধ্যমিক এগিয়ে এল ১ মাস, জেনে নিন কবে কোন বিষয়ের পরীক্ষা

[আরও পড়ুন:মাধ্যমিকে সেরা কোচবিহারের সঞ্জীবনী, মেধাতালিকায় আর কে কোথায়, একনজরে দেখে নিন ][আরও পড়ুন:মাধ্যমিকে সেরা কোচবিহারের সঞ্জীবনী, মেধাতালিকায় আর কে কোথায়, একনজরে দেখে নিন ]

গত শনিবার শিক্ষা দফতরের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার ব্যাপারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠক হয়েছিল। এই বৈঠক মোতাবেক সিদ্ধান্ত গৃহীত হয়- ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে। মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

সেই সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা একমাস এগিয়ে আনা হল। উল্লেখ্য ২০১৮-র মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১২ থেকে ২১ মার্চ। পুরো ৩০ দিন এগিয়ে আনা হল পরীক্ষা। লোকসভা ভোট মে মাসে হলে এপ্রিল মাস থেকেই আদর্শ আচরণবিধি শুরু হয়ে যাবে। তার আগে পরীক্ষার ঝামেলা মিটিয়ে নিতে তৎপর রাজ্যের শিক্ষা দফতর। সেই মতোই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হল।

English summary
Secondary Education Board announces madhyamik Examination routine for next year. Madhyamik Examination will be held on 12th to 22nd of February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X