For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সল্টলেকে এক বাড়িতে মহিলাদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি, ফের প্রশ্নের মুখে নিরাপত্তা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বিধাননগর, ৯ জুলাই : সল্টলেকের সিই ব্লকের একটি বাড়িতে পরিবারের সদস্যদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। যার ফলে ফের একবার সল্টলেকের মতো অভিজাত এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। [বিয়ের দ্বিতীয় দিনই স্বামীর বাড়িতে ডাকাতি করে চম্পট দিল 'নববধূ']

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত পৌনে আটটা নাগাদ ওই পরিবারের এক যুবতী সদস্য বাইরে বেরতে দরজা খোলেন। সেইসময়ই হুড়মুড় করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে ৭-৮ জনের একটি দুষ্কৃতী দল। [এটিএম কালেকশন সেন্টার থেকে ৯ কোটি টাকা লুঠ]

সল্টলেকে এক বাড়িতে মহিলাদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি

বাড়িতে তখন তিন-চারজন মহিলা সদস্য ছিলেন। সকলকেই প্রথমে মোবাইল ফোন সুইচড অফ করতে বলে ডাকাতরা। এরপর সকলের হাত বাঁধা হয়। চিৎকার করলে প্রাণে মারার হুমকি দিয়ে বাড়ির নগদ ও সোনা-দানা যা আছে তা বের করে দিতে বলা তারা। [ডাকাতির টাকায় কোটিপতি বিজনেস টাইকুন অবশেষে পুলিশের জালে]

অভিযোগ, বাড়ির ছোট মেয়েকে ধরে নিয়ে গিয়ে ঘরের নানা জায়গায় থাকা মুল্যবান সামগ্রী, টাকা, সোনার জিনিস নিয়ে এরপরে চম্পট দেয় ডাকাত দল। সবমিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস লুঠ হয়েছে বলে দাবি পরিবারের।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার জেরে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্য়ে কেউ জড়িত রয়েছে প্রমাণ পেলেই গ্রেফতার করা হবে। ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা এসে বাড়িতে তদন্ত করে গিয়েছেন। এছাড়া পুলিশ কুকুর এনেও তল্লাশি চলেছে। যদিও লুঠের সামগ্রীর এখনও কোনও হদিশ মেলেনি।

English summary
Robbery in Salt Lake, kolkata, Police investigation is on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X