For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলা, ভবানীভবনে সিআইডির সামনে ঋতব্রত

ভবানীভবনে সিআইডি দফতরে মঙ্গলবার হাজিরা দেবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সিআইডি-র সঙ্গে যোগাযোগ করেছেন ঋতব্রতর আইনজীবী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বালুরঘাটের এক তরুণী সহবাসের অভিযোগ এনেছেন

  • |
Google Oneindia Bengali News

ভবানীভবনে সিআইডি দফতরে মঙ্গলবার হাজিরা দেবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সিআইডি-র সঙ্গে যোগাযোগ করেছেন ঋতব্রতর আইনজীবী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বালুরঘাটের এক তরুণী সহবাসের অভিযোগ এনেছেন ঋতব্রতর বিরুদ্ধে।

[আরও পড়ুন: ঋতব্রত মামলায় গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন অর্চনা মজুমদারের ][আরও পড়ুন: ঋতব্রত মামলায় গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন অর্চনা মজুমদারের ]

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলা, ভবানীভবনে সিআইডির সামনে ঋতব্রত

৩ নভেম্বর ঋতব্রতর আগাম জামিন মঞ্জুর করে বালুরঘাট আদালত। শর্ত সাপেক্ষে তাঁকে আগাম জামিন দেওয়া হয়। তদন্তে সহযোসগিতা এবং তিন সপ্তাহের মধ্যে তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই শর্তেই মঙ্গলবার ভবানীভবনে হাজিরা দেবেন সিপিএম থেকে বহিষ্কৃত এই সাংসদ।

এরই মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বান্ধবী দুর্বা সেনকে জেরা করেছে সিআইডি। সিআইডি জেরা করেছে ঋতব্রত কাণ্ডে মধ্যস্থতার চেষ্টা করে মুকুল রায় ঘনিষ্ঠ অর্চনা মজুমদারকেও।

সিপিএম তাঁকে আগেই বহিষ্কার করেছে। মুকুল রায়কে দলে নেওয়ার পর এবার ঋতব্রতকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে রাজ্য বিজেপি। এর আগে একই মামলায় ঋতব্রতকে ডেকে পাঠিয়েছিল দিল্লি পুলিশও। যদিও তিনি সেখানে হাজিরা দেননি। তবে দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে কথা হয়েছে তাঁর। দিন দুয়েক আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলে দিয়েছিলেন, কেচ্ছা মেটালেই দলে স্বাগত ঋতব্রত

English summary
Ritabrata Banerjee will face CID at Bhabani Bhavan on Tuesday on rape charges
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X