For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামনে এল কুকুর হত্যার উৎস! পিছনে থাকা কারণ জানলে চমকে যাবেন

১৬ টি কুকুর ছানাকে পিটিয়েই হত্যা করা হয়েছে। ময়নাতদন্তে এমনটাই উঠে এসেছে। এদিকে, সকাল হতেই কুকুরের বাচ্চাগুলিকে নির্মমভাবে পেটানোর ভিডিও ভাইরাল হয়ে যায়।

  • |
Google Oneindia Bengali News

১৬ টি কুকুর ছানাকে পিটিয়েই হত্যা করা হয়েছে। ময়নাতদন্তে এমনটাই উঠে এসেছে। এদিকে, সকাল হতেই কুকুরের বাচ্চাগুলিকে নির্মমভাবে পেটানোর ভিডিও ভাইরাল হয়ে যায়। জানা যায়, যে জায়গায় কুকুরের বাচ্চাগুলিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তার থেকে কিছুটা দূরে এনআরএস নার্সিং হস্টেলের পিছনে এবং আর আহমেদ ডেন্টাল কলেজের মাঝের জায়গায় কুকুরগুলিকে পিটিয়ে মারা হয়। এদিকে এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযোগ জড়িত নার্সিং হাসপাতালের একাংশ

অভিযোগ জড়িত নার্সিং হাসপাতালের একাংশ

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, যেভাবে গ্লাভস পরে দুই মহিলা কুকুরগুলিকে পিটিয়ে মারছিলেন, তার থেকে পরিষ্কার হাসপাতালে প্রভাবশালী কেউ কুকুর মারার জন্য নির্দেশ দিয়েছিলেন. প্রত্যক্ষদর্শীদের মতে দুই মহিলা জঞ্জালের স্তুপে মৃত কুকুরের বাচ্চাগুলিকে ফেলে রেখে আসে। যে জায়গায় কুকুরের বাচ্চাগুলিকে মারা হয়েছে, তা এনআরএস-এর নার্সিং হস্টেল আর আর আহমেদ ডেন্টাল কলেজের হস্টেলের মাঝের জায়গা। ডেন্টাল কলেজের পড়ুয়ারা ভিডিওটি তুলেছিলেন বলে জানা গিয়েছে। কুকুরের বাচ্চাগুলিকে মারতে দেখে নার্সিং কলেজের পড়ুয়ারাও প্রতিবাদ করেছিলেন বলে জানিয়েছেন।

কুকুর হত্যার কারণ

কুকুর হত্যার কারণ

সূত্রের খবর অনুযায়ী, নার্সিং কলেজের একাংশ এই কুকুরের বাচ্চাগুলিকে হত্যার সঙ্গে জড়িত। তাদের মতে কুকুরের বাচ্চাগুলো কামড়াতে পারে, এই আশঙ্কা থেকেই মেরে ফেলার সিদ্ধান্ত।

তদন্তে কমিটি

তদন্তে কমিটি

এদিকে কুকুরের বাচ্চাগুলির হত্যার তদন্তে কমিটি গঠন করেছে এনআরএস কর্তৃপক্ষ। তিন সদস্যের কমিটির প্রধান করা হয়েছে এনআরএস-এর ডেপুটি সুপার দ্বৈপায়ন বিশ্বাসকে।

মৃত কুকুরের বাচ্চাগুলিকে বেলগাছিয়া প্রাণী বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করা হয়। জানা গিয়েছে, দশটি বাচ্চার লিভার ফেটে দিয়েছে। বাকিগুলির মাথায় আঘাত লেগেছে।

(ছবি সৌজন্য: পিক্সঅ্যাবে)

English summary
Reason behind Dead Puppies are recovered from a bag in NRS hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X