For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গকে ‘বাংলা’ করার উদ্যোগ! বিধানসভায় পাশ নয়া প্রস্তাব

বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাব পাশ হয়ে গেল সর্বসম্মতি ক্রমে। সরকারের আনা প্রস্তাবে বাম, কংগ্রেস, বিজেপি সবাই সমর্থন করেন।

  • |
Google Oneindia Bengali News

বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাব পাশ হয়ে গেল সর্বসম্মতি ক্রমে। সরকারের আনা প্রস্তাবে বাম, কংগ্রেস, বিজেপি সবাই সমর্থন করেন। বাংলা, হিন্দি, ইংরেজি সবেতেই রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিধানসভায় পাশ হওয়া প্রস্তাব এবার পাঠানো হবে স্বরাষ্ট্রমন্ত্রকে।

পশ্চিমবঙ্গকে ‘বাংলা’ করার উদ্যোগ! বিধানসভায় পাশ নয়া প্রস্তাব

বাংলা এখনও পশ্চিমবঙ্গই। স্বরাষ্ট্রমন্ত্রকে প্রস্তাব পেশ করেও কেন্দ্রের সাড়া না মেলায় বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র বাংলা-হিন্দি-ইংরেজিতে তিনরকম নাম দেওয়ায় আগের প্রস্তাব খারিজ করে দেয়।

২০১৬-র অগাস্টে এই প্রস্তাব পাশ হয়েছিল। পরে তা কেন্দ্রে কাছে পাঠানো হয়। যদিও সেই প্রস্তাব ফের রাজ্যের কাছে ফেরত পাঠানো হয়। তিনটি ভাষাতেই একই নাম দেওয়ার কথা বলে কেন্দ্র। সেই মতো বৃহস্পতিবার নতুন করে বিধানসভায় বাংলা নামের প্রস্তাব পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ১৭৯ ধারায় প্রস্তাবটি গৃহীত হয় বিধানসভায়।

গতবছর মার্চে মুখ্যমন্ত্রীর নির্দেশেই স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখেছিলেন মুখ্যসচিব। জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের নাম বদলে যদি কেন্দ্রের কোনও অসুবিধা থাকে, তবে তা জানাক। সেইমতোই পদক্ষেপ নেবে তাঁর সরকার। পরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আগের প্রস্তাব খারিজ করার কথা জানানো হয়।

নতুন করে রাজ্যের নাম বদল করার উদ্যোগ শুরু হয়। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সর্বসম্মতিতে প্রস্তাব পাশের পর কেন্দ্র কতদিনের তার অনুমোদন দেয়, এখন সেটাই দেখার।

English summary
Proposal for change the name of the state is unanimously passed in the West Bengal assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X