For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাম কমছে বেশ কিছু ওষুধের! সস্তা হতে যাচ্ছে ক্যানসার-সহ ৩৮৪ টির মূল্য

দাম কমছে বেশ কিছু ওষুধের! সস্তা হতে যাচ্ছে ক্যানসার-সহ ৩৮৪ টির মূল্য

  • |
Google Oneindia Bengali News

ক্যানসার-সহ জীবন রক্ষাকারী বেশ কিছু ওষুধের দাম কমতে যাচ্ছে। তালিকায় রয়েছে যক্ষা, হৃদরোগ, স্নায়ুরোগ, ডায়াবেটিসের মতো রোগের ওষুধও। ওইসব ওষুধগুলিতে জাতীয় অপরিহার্য ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার অপরিহার্যের তালিকায় ৩৮৪ টি ওযুধকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশে ওষুধের দাম নিয়্ন্ত্রণ করে থাকে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।

 ওযুধ রাখতে নির্দেশ

ওযুধ রাখতে নির্দেশ

গত ১২ নভেম্বর অপরিহার্য ওযুধের তালিকা প্রকাশ করে সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে ওইসব ওযুধের প্রচুর স্টক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় ৩৪ ওষুধ যুক্ত করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে রেনিটিডিন, অ্যাটেনোলল, মেথাইলডোপার মতো ২৬ টি ওযুধ। সাধারণভাবে ওযুধের দাম, কার্যকারিতা এবং তাড়াতাড়ি পাওয়ার ভিত্তিকে অপরিহার্য ওযুধের তালিকায় যুক্ত করা হয়. কিংবা অপসারণ করা হয়।

তালিকায় যেসব ওষুধ এসেছে

তালিকায় যেসব ওষুধ এসেছে

সাধারণভাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্শিয়ারি লেভেলের হাসপাতালগুলিতে ব্যবহৃত ওযুধগুলিকে অপরিহার্য ওযুধের তালিকাভুক্তি করা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যানাস্থেসিয়ায় ব্যবহৃত ওযুধ, চোখের ওযুধ, ইমিউনোসাপ্রেসিভ-সহ ক্যান্সার প্রতিরোধী ওযুধ, বাতের ব্যথার ওযুধ, স্নায়ুরোগের ওযুধ, কার্ডিওভ্যাসকুলার ওযুধও এই তালিকায় যুক্ত হয়েছে।
এছাড়াও অ্যানাফিল্যাক্সিসে ব্যবহার করা অ্যালার্জির ওযুধ, বিষ ও এনভেনমেশনে ব্যবহৃত প্রতিষেধক, ডিমনেশিয়ায় ব্যবহৃত ওযুধ, অ্যান্টিইনফেকটিভ, অ্যান্টিব্যাকটিরিয়াল, কুষ্ঠ ও যক্ষা নিরাময়কারী ওযুধ, অ্যান্টিভাইরাল ওযুধ, এইচআইভির ওযুধ, হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি-তে ব্যবহৃত ওযুধ এই তালিকায় রাখা হয়েছে।
গত জুলাইয়ের শেষে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ৮৪ টি ফর্মুলেশনের মূল্য বেঁধে দিয়েছিল। সেই সময় ডায়াবেটিস, উচ্চরক্তচাপ-সহ বেশ কিছু ওযধুের দাম কমানো হয়েছিল।

তালিকায় আনার পদ্ধতি

তালিকায় আনার পদ্ধতি

এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ওইসব ওযুধের তালিকা তৈরি করা হয় বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে। ওযুধগুলিকে পরীক্ষা করে তার চূড়ান্ত তালিকা তৈরি করেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ ওযুধগুলি সরকারি হাসপাতালে প্রচুর পরিমাণে সংরক্ষণ করা প্রয়োজন বলেই মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কেননা সরকার সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ওযুধ সাঘারণের হাতে তুলে দিতে চায়।

 স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন সেপ্টেম্বরে

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন সেপ্টেম্বরে

গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছিলেন, সরকার প্রয়োজনীয় ওযুধের তালিকা সংশোধন করতে এবং মূল্য নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বলে রাখা ভাল শেষবার অপরিহার্য ওযুধের তালিকা সংশোধন করা হয়েছিল ২০১৫ সালে। সেইসময় তালিকায় ছিল ৩৭৬ টি ওযুধ।

'ঘর পাইনি-কোথায় যাব?' বেলপাহাড়িতে আদিবাসী গ্রামে ঢুকতেই মমতাকে সওয়াল ক্ষুব্ধ বৃদ্ধার'ঘর পাইনি-কোথায় যাব?' বেলপাহাড়িতে আদিবাসী গ্রামে ঢুকতেই মমতাকে সওয়াল ক্ষুব্ধ বৃদ্ধার

English summary
Price of several drugs including cancer with 384 are decreasing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X