For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইনজীবীর গাড়ি থেকে উদ্ধার ৬৪ লক্ষের বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট!

৫০০ ও হাজার টাকার নোট বাতিল হয়েছে তিন মাস আগে। পুরনো বাতিল নোট জমা দেওয়ার সময়ও অতিবাহিত দু’মাস। এতদিন পর আইনজীবীর গাড়ি থেকে উদ্ধার ৬৪ লক্ষ টাকার বাতিল নোট।

Google Oneindia Bengali News

কলকাতা, ৪ মার্চ : ৫০০ ও হাজার টাকার নোট বাতিল হয়েছে তিন মাস আগে। পুরনো বাতিল নোট জমা দেওয়ার সময়ও অতিবাহিত হয়েছে দু'মাস হল। এতদিন পর কলকাতায় আইনজীবীর গাড়ি থেকে উদ্ধার হল ৬৪ লক্ষ টাকার বাতিল নোট। কোথা থেকে এল ওই বিপুল টাকা? কী ওই টাকার উৎস? উত্তর ছিল না আইনজীবীর কাছে।। চিৎপুর থানার পুলিশ গ্রেফতার করে ওই আইনজীবীকে।[এসবিআই অ্যাকাউন্টে ন্যূনতম টাকা নেই? ১ এপ্রিল থেকে জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত হোন!]

ঘটনার সূত্রপাত শুক্রবার গভীর রাতে। দমদমের চিড়িয়া মোড় থেকে সল্টলেকের বাড়িতে ফিরছিলেন আইনজীবী চন্দ্র চক্রবর্তী। নিজের গাড়িতে করে বাড়ি ফেরার পথে, তাঁর গাড়ি আটকায় পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৬৪ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ওই আইনজীবীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।[জালনোট পাচারের করিডোর ছিল মালদহ, এখন হাওড়াতেই নকল দু'হাজারের ছাপাখানা!]

আইনজীবীর গাড়ি থেকে উদ্ধার ৬৪ লক্ষের বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট!

আইনজীবীর দাবি, তাঁর কাছে বৈধ কাগজপত্র রয়েছে ওই টাকার। কিন্তু পুলিশকে তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কোথায় থেকে এই বিপুল পরিমাণ টাকা পেলেন ধৃত আইনজীবী, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিনই তাঁকে আদালতে পেশ করা হবে। তাঁর সঙ্গে কোনও ব্যাঙ্কের যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।[নোট বাতিলের ১০০ দিনের মধ্যে বাংলার এই জেলা হয়ে উঠেছে 'জাল নোটের হাব'!]

English summary
Police recovered Rs. 500 and Rs. 1000 note of Rs. 64 lakh from the lawyer's car!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X