For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরিপ্রার্থী কামড়কাণ্ডে কনস্টেবল ইভা থাপাকে জেরা, তলব অরুণিমা পালকেও

চাকরিপ্রার্থী কামড়কাণ্ডে কনস্টেবল ইভা থাপাকে জেরা, তলব অরুণিমা পালকেও

Google Oneindia Bengali News

এসএসসি চাকরি প্রার্থীকে কামড়কাণ্ডে অভিযুক্ত পুলিশ কনস্টেবল ইভা থাপাকে জেরা করা হল। প্রায় আধঘণ্টা ঘরে ডিসি সাউথের অফিসে জেরা করা হয় ইভা থাপাকে। ক্যামাকস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভের ঘটনার চিন অরুণিমা পাল নামে এক বিক্ষোভকারীর হাতে কামড়ে দেন ইভা। এমনই অভিযোগ উঠেছে।

চাকরিপ্রার্থী কামড়কাণ্ডে কনস্টেবল ইভা থাপাকে জেরা, তলব অরুণিমা পালকেও

এই ঘটনায় তলব করা হয়েছে চাকরি প্রার্থী অরুণিমা পালকেও। প্রসঙ্গত ক্যামাকট্রিটে ধরপাকড়ের সময় তাঁকে প্রিজন ভ্যানো তোলার সময় কনস্টেবল ইভা থাপা তাঁর হাতে কামড়ে দেয় বলে অভিযোগ। বিক্ষোভকারীরা অভিযোগ রকরেছেন অভিযুক্ত চাকরি প্রার্থীকে চিকিৎসা দেওয়া তো দূরের কথা তাঁকে গ্রেফতার করে রাতভর থানায় আটকে রাখা হয়। পরের দিন জামিনে মুক্তিপান অরুণিমা পাল সহ ৩০ জন চাকরি প্রার্থী।

জামিন পাওয়ার পরের দিন সাগর দত্ত মেিডকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন তিনি। সেখানে চিকিৎসকরা তাঁর হাতের ক্ষত পরীক্ষা করার পর হিউম্যান বাইট বলে প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন। তাতে অরুণিমা পালের অভিযোগ আরও পোক্ত হয়েছে। যে পুলিশকর্মী অরুণিমা পালকে কামড় দিয়েছিল সেই কনস্টেবলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ এখনও পর্যন্ত করা হয়নি।

এদিকে এই ঘটনার পর কলকাতা পুলিশের কড়া সমালোচনা করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি অভিযোগ করেছিলেন এই ধরনের ঘটনা কলকাতা পুলিশকে কলঙ্কিত করছে। এই নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল। পুলিশ কীভাবে চাকরি প্রার্থীদের উপর এভাবে আচরণ করছে তা নিয়ে সওয়াল করেছিলেন বিরোধীরা। এর প্রতিবাদে চাকরি প্রার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিল বিজেপি।

English summary
Police interogation to Constable Iva Thapa in SSC job agitaor bite case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X