For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘন্টাতেই নিউটাউন খুনের কিনারা! ৮ জন গ্রেফতার, উদ্ধার অস্ত্র

২৪ ঘন্টার মধ্যেই নিউটাউন খুনের কার্যত কিনারা করে ফেলল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে সাতজনকে আটক করেছে পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

২৪ ঘন্টার মধ্যেই নিউটাউন খুনের কার্যত কিনারা করে ফেলল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে। উদ্ধার করা হয়েছে ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতা ও লেনদেনের কারণেই এই খুন।

২৪ ঘন্টাতেই নিউটাউন খুনে কিনারা! ৭ জনকে জিজ্ঞাসাবাদ, উদ্ধার অস্ত্র

পেশায় জমি জরিপকারী ছিলেন বছর ৪৬-এর চঞ্চল মণ্ডল। ইদানিং প্রোমোটিং-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ দুই বাইকে পাঁচজন এসেছিল। এঁদের মধ্যে তিনজন বাড়ির ভিতরে ঢুকেছিল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়ের কাছে বাবার খবর জিজ্ঞাসা করেছিল আগত যুবকরা। কিন্তু সেই সময় চঞ্চল মণ্ডল বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী আগত যুবকদের বসতে বলেন। চা-ও খেতে দেন। সূত্রের খবর অনুযায়ী, দিন দুয়ের আগে হামলাকারীরা বাড়িতে এসেছিল কাজের সূত্র ধরে। বলেছিল মুর্শিদাবাদে থাকে তারা। কাজ হওয়ার পরে খুন হয়ে যাওয়া চঞ্চল মণ্ডলের ভাই ফোন করে তাদের ডাকে বলেই পরিবার সূত্রে খবর।

চঞ্চল মণ্ডল বাড়িতে আসার পর তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়। তার পরেই তর্কাতর্কি শুরু হয়ে যায় বলে জানা গিয়েছে। সেই সময় আগত যুবকরা পরপর পাঁচটি গুলি চালায়। কানে, গলায় লাগার পর পরের গুলিটি লাগে মাথায়। সেখানেই পড়ে যান চঞ্চল মণ্ডল। বাড়ির বাইরে রাখা বাইকে করেই আগত ৫ জন পালিয়ে যায়।

সঙ্গে সঙ্গে চঞ্চল মণ্ডলকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, জমির বিষয় নিয়ে আলোচনা চলছিল চঞ্চল মণ্ডল এবং আগন্তুকদের মধ্যে।

English summary
Police detained seven in connection with murder in Newtown area in Sunday night
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X