For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় সভায় অনুমতি না পেয়ে আদালতে যাচ্ছে রাজ্য বিজেপি

পশ্চিমবঙ্গে দলীয় অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার জন্য এবার আদালতের দ্বারস্থ হবে রাজ্য বিজেপি, জানালেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে দলীয় অনুষ্ঠানের অনুমতি পেতে এবার আদালতের দ্বারস্থ হবে রাজ্য বিজেপি। বৃহস্পতিবার ভুবনেশ্বরে গিয়ে এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে বারবার বিজেপি বা আরএসএস-এর অনুষ্ঠান করার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন অমিত শাহ। অপরদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আগে থেকেই বুক করা রয়েছে বলে বৃহস্পতিবারও রাজ্য সরকারি কর্মচারিদের এক অনুষ্ঠানে এসে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 কলকাতায় সভায় অনুমতি না পেয়ে আদালতে যাচ্ছে রাজ্য বিজেপি

সেপ্টেম্বর মাসের ১১ থেকে ১৩ই সেপ্টেম্বর এরাজ্যে থাকছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। ১২ই সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরে এক সভা করতে চেয়ে ১৫ দিন আগেই আবেদন জানায় রাজ্য বিজেপি। কিন্তু সেইসময়ে নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠান থাকায় নেতাজি ইন্ডোরে সভা করার আবেদন বাতিল করে দেয় কলকাতা পুরসভা। একে একে মহাজাতি সদন ও নজরুল মঞ্চও বাতিল করে দেয় রাজ্য সরকার।

 কলকাতায় সভায় অনুমতি না পেয়ে আদালতে যাচ্ছে রাজ্য বিজেপি

বৃহস্পতিবার অমিত শাহ বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে তাদের সঙ্গেই আলোচনা করা যেতে পারে যারা গণতন্ত্রকে শ্রদ্ধা করে। তাঁর সভা হোক বা আরএসএস প্রধান মোহন ভাগবতের, পশ্চিমবঙ্গ সরকার প্রতিবার এই ধরণের আচরণ করে। কিন্তু প্রতিবারই আদালতে রাজ্য সরকারের মুখ পোড়ে বলে মন্তব্য করেছেন অমিত শাহ। এবারও সভার অনুমতি আদায় করতে তারা আদালতে যাবেন বলেই জানিয়েছেন অমিত শাহ।

অপরদিকে এদিনই নজরুল মঞ্চে একটি সরকারি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জানিয়ে দেন, নেতাজি ইন্ডোর ফাঁকা না থাকলে তিনিও সেখানে সভা করতে পারেন না। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, গায়ের জোরে বুকিং বাতিল করা যায় না।

English summary
BJP will move to court for permission for party programme in Kolkata, says Amit Shah at Bhubaneshwar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X