For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনা চিকিৎসায় চারদিন! হাত কেটে বাদ দিতে হবে শুনেই বিক্ষোভ এসএসকেএমে

হাওড়ার বাগনানের বাসিন্দা অসিত তাঁতি একটি কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার কারখানায় কাজ করার সময় মুহূর্তের অসতর্কতায় মেশিনের ভিতরে ঢুকে যায় তাঁর হাত।

Google Oneindia Bengali News

বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রায়ই ওঠে। এবার সরকারি হাসপাতালেও সেই 'রোগ' ঢুকে পড়ল। অভিযোগের কেন্দ্রবিন্দুতে এবার রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। এসএসকেএমে ভর্তি রোগীর হাত কেটে বাদ দেওয়ার কথা জানাতেই বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, চারদিন বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় রোগীকে।

হাওড়ার বাগনানের বাসিন্দা অসিত তাঁতি। একটি কারখানায় কাজ করতেন। গত বৃহস্পতিবার সেই কারখানাতেই ঘটে বিপত্তি। কাজ করার সময় মুহূর্তের অসতর্কতায় মেশিনের ভিতরে ঢুকে যায় তাঁর হাত। ক্ষতবিক্ষত হাত নিয়ে প্রথেম এনআরএসে নিয়ে যাওয়া হয় তাঁকে। এনআরএস ফেরত অসিত তাঁতিকে এরপর ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।

বাদ দিতে হবে হাত, শুনেই বিক্ষোভ এসএসকেএমে

রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করার পর আশ্বস্ত হয়েছিল রোগীর পরিবার-পরিজন। কিন্তু মঙ্গলবার এসএসকেএম কর্তৃপক্ষ জানায়, ওই হাতে পচন ধরে গিয়েছে। ফলে আর কিছুই করা যাবে না। কেটে বাদ দিতে হবে মেশিনে ঢুকে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া হাত। আর এসএকেএমের চিকিৎসকরা তা জানানোর পরই বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর আত্মীয়-স্বজনরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে এসএসকেএম চত্বরে।

তাঁদের অভিযোগ, হাসপাতালের চিকিৎসা গাফিলতিতেই হাত হারাতে হচ্ছে রোগীকে। ভর্তি নেওয়া হলেও এতদিন প্রায় চিকিৎহীন অবস্থায় ফেলে রাখা হয়েছিল। কোন চিকিৎসা করা হয়নি কাটা হাতের। এখন বেগতিক বুঝেই হাত কেটে বাদ দেওয়ার কথা জানাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

English summary
Patient's family protest against SSKM for negligence in treatment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X