For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসপাতালের পিছনের জঙ্গলে পড়ে রোগী, রক্তে ভেসে যাচ্ছে সেই জায়গা, রহস্য ঘনীভূত

সকালেই হইচই পড়ে গিয়েছিল হাসপাতালে। হাসপাতালে নিচে পড়ে রয়েছে এক ব্যক্তি। রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। হাসপাতালের কর্মীরা ছুটে গিয়ে দেখেন- ওই ব্যক্তি তো হাসপাতালেরই রোগী।

  • |
Google Oneindia Bengali News

সকালেই হইচই পড়ে গিয়েছিল হাসপাতালে। হাসপাতালে নিচে পড়ে রয়েছে এক ব্যক্তি। রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। হাসপাতালের কর্মীরা ছুটে গিয়ে দেখেন- ওই ব্যক্তি তো হাসপাতালেরই রোগী। সোমবার থেকে নিখোঁজ ছিলেন। তখনও প্রাণ ছিল শরীরে। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। খানিক বাদেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই রোগী।

হাসপাতালের সামনে আছড়ে পড়ল রোগী, রক্তে ভেসে গেল সেই জায়গা, মর্মান্তিক-কাণ্ড

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই রোগী আশিস পিপলাই সকলের নজর এড়িয়ে হাসপাতালে ছাদে উঠে যায়। তারপরই ঘটে এই ঘটনা। এখন ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয় খতিয়ে দেখা হচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে বেলেঘাটা আইডি হাসপাতালে।

মৃতের স্ত্রী রাখি পিপলাই জানান, গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পেটে ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে। সোমবার সরস্বতী দাস নামে প্রতিবেশী দেখা করতে যান, তখন তিনি দেখেন, বেডে নেই আশিস। তারপরই খোঁজাখুঁজি শুরু হয়। এদিন সকালে তাঁকে উদ্ধার করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালের পিছনের জঙ্গল থেকে।

হাসপাতালের সামনে পড়ে রোগী, রক্তে ভেসে যাচ্ছে সেই জায়গা

হাসপাতালের এমএসভিপি টুটুল চট্টোপাধ্যায় বলেন, আমরা খতিয়ে দেখছি, কীভাবে ঘটল এই ঘটনা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই রোগী।

[আরও পড়ুন:আগুন নেবাতে যাচ্ছিল দমকল, কিন্তু তারই ধাক্কায় মর্মান্তিক পরিণতির শিকার হলেন যুবতী ][আরও পড়ুন:আগুন নেবাতে যাচ্ছিল দমকল, কিন্তু তারই ধাক্কায় মর্মান্তিক পরিণতির শিকার হলেন যুবতী ]

যদিও এই তত্ত্ব মানতে নারাজ রোগীর পরিবার। তাঁরা প্রশ্ন তুলতে, হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগী কী করে ছাদে উঠলেন। হাসপাতাল কর্তৃপক্ষ কিছুতেই দায় এড়াতে পারে না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে মুখ খুলতে নারাজ। তাঁরা জানিয়েছেন, পুলিশ এই ঘটনার তদন্ত করছে, যা জানানোর তাঁরাই জানাবেন।

[আরও পড়ুন: বিহার শেল্টার হোম মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রীর অবশেষে আত্মসমর্পণ ][আরও পড়ুন: বিহার শেল্টার হোম মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রীর অবশেষে আত্মসমর্পণ ]

ওই রোগী হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। তিনি কেন হঠাৎ করে আত্মহ্ত্যার সিদ্ধান্ত নিলেন, তা নিয়েও প্রশ্ন উঠে পড়ছে। রোগীর পরিবারের দাবি, নিছক আত্মহত্যা নয়, এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। পুলিশ খতিয়ে দেখছে, আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনও ফাউল প্লে রয়েছে এই রহস্য মৃত্যুর পিছনে।

[আরও পড়ুন:সাধারণ নির্বাচনে এবার বিদেশি পর্যবেক্ষক! জোর তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন][আরও পড়ুন:সাধারণ নির্বাচনে এবার বিদেশি পর্যবেক্ষক! জোর তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন]

English summary
Patient commits suicide to jump from Hospital roof at Kolkata. The patient is admitted many days and suffers from mental fatigue,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X