For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোর্ট দেখিয়েছিলেন দিলীপ, পার্থ দেখালেন সার্কাস! অস্ত্রমিছিল-বিতর্ক জমজমাট

দিলীপ অভিযোগ করেছিলেন যত বাধা কেন হিন্দুদের সভাযাত্রায়! কই মুসলিমদের মহরমের তাজিয়ায় তো এইসব বাধা-নিষেধ থাকে না। পার্থর জবাব, ‘যদি অস্ত্র দেখানোর এত দরকার থাকেই, তো সার্কাসে গিয়ে দেখাক।

  • |
Google Oneindia Bengali News

অস্ত্র মিছিল বিতর্কে তৃণমূলকে কোর্ট দেখিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার পাল্টা তৃণমূলের মহাসচিব দিলীপ ঘোষকে সার্কাস দেখালেন। জমে উঠল অস্ত্র মিছিল বিতর্ক। হিন্দুত্বের ধুয়ো তুলে বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করেছিলেন যত বাধা কেন হিন্দুদের সভাযাত্রায়! কই মুসলিমদের মহরমের তাজিয়ায় তো এইসব বাধা-নিষেধ থাকে না। তা শুনেই পার্থ জবাব দিলেন, 'যদি অস্ত্র দেখানোর এত দরকার থাকেই, তো সার্কাসে গিয়ে দেখাক না, কেউ বাধা দিতে যাবে না।'

কোর্ট দেখিয়েছিলেন দিলীপ, পার্থ দেখালেন সার্কাস! অস্ত্রমিছিল-বিতর্ক জমজমাট

[আরও পড়ুন:বিজেপিকে ভয় পেয়েই অস্ত্র মিছিলে নিষেধাজ্ঞা! তৃণমূলের বিরুদ্ধে মামলার হুমকি দিলীপের][আরও পড়ুন:বিজেপিকে ভয় পেয়েই অস্ত্র মিছিলে নিষেধাজ্ঞা! তৃণমূলের বিরুদ্ধে মামলার হুমকি দিলীপের]

শনিবার সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, তারাই দায়িত্বটা সামলাক না। এত ভয় কীসের বিজেপির। লাঠি-অস্ত্র ছাড়া কি রাজনীতি করা যায় না! অস্ত্র দেখাতে হলে সার্কাসে গিয়ে দেখাক না। এসব আজব রাজনীতি হচ্ছে। অস্ত্র প্রদর্শনের জন্য আবার মিছিল!'

এদিন দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে তাচ্ছিল্য ভরে পার্থ জবাব দেন, 'যে সব মন্তব্য করেন উনি, কেন এসব আবার আমাদের দিয়ে আপনারা বলান। এসব বলে কোনও লাভ নেই। বেলুন তো গ্যাসে ফোলানো হচ্ছে। আর সেই বেলুন ফুটো হতেও আরও দেরি নেই। দেখছেন না নির্বাচনগুলির ফলাফল।'

[আরও পড়ুন:আইপিএস ভারতী ঘোষের বিজেপি যোগের জল্পনা! ধোঁয়াশা তৈরি করলেন দিলীপ][আরও পড়ুন:আইপিএস ভারতী ঘোষের বিজেপি যোগের জল্পনা! ধোঁয়াশা তৈরি করলেন দিলীপ]

উল্লেখ্য, শুক্রবার কলকাতা পুলিশ নির্দেশিকা জারি করেছিল, কলকাতায় অস্ত্র মিছিল নিষিদ্ধ। তা নিয়ে আপত্তি বিজেপির। দিলীপ ঘোষ বলেন, 'এসব নির্দেশিকা জারি হচ্ছে বিজেপির ভয়েই। রামনবমীর মিছিল দেখে ওরা ভয় পেয়েছিল, আবার রামনবমী আসছে, তাই এই নিষেধাজ্ঞা জারি করা হল। আমরা এই নির্দেশিকার বিরুদ্ধে আদালতে যাব। মুসলিমরা যদি পরম্পরা মেনে তাজিয়া বের করে, হিন্দুরা কেন পারবে না রামনবমীর মিছিল করতে।'

[আরও পড়ুন:বিজেপির যোগদান কর্মসূচিতে বাধা তৃণমূলের! মুকুল রায়ের সভার আগেই উধাও মঞ্চ][আরও পড়ুন:বিজেপির যোগদান কর্মসূচিতে বাধা তৃণমূলের! মুকুল রায়ের সভার আগেই উধাও মঞ্চ]

English summary
TMC general secretary Partha Chatterjee shows circus against Dilip Ghosh’s court warning about arms rally ban,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X