For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডি হেফজতে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়! কোন হাসপাতালে ঠাঁই টানাপোড়েন ব্যাঙ্কশাল কোর্টে

টানা ২৭ ঘণ্টা জেরা করা হয়েছে। তারপর রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পেশ করা হয়েছে আদালতে। আদালত তাঁকে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Google Oneindia Bengali News

টানা ২৭ ঘণ্টা জেরা করা হয়েছে। তারপর রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পেশ করা হয়েছে আদালতে। আদালত তাঁকে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। এরপর পার্থ চট্টোপাধ্যায় অসুস্থতা বোধ করায় টানাপোড়েন শুরু হয়ে যায় আদালতে। কোন হাসপাতালে যাবেন পার্থ চট্টোপাধ্যায় তা নিয়েই টানাটানি অব্যাহত।

ইডি হেফজতে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়! কোন হাসপাতালে ঠাঁই

দু'দিনভর দীর্ঘ টালবাহানায় পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ইডি হেফাজতে না পাঠিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করার অনুমতি দেয় ব্যাঙ্কশাল আদালত। পাল্টা আবেদন করা হয়েছে ইডির পক্ষে। ইডির তরফে আবেদন করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে না পাঠিয়ে জোটার ইএসআই বা কম্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে।

এর আগে তৃণমূল নেতাদের বিভিন্ন অভিযোগে গ্রেফতারের পর অসুস্থতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করে ভালো অভিজ্ঞতা হয়নি ইতি বা সিবিআইয়ের। তাই এক্ষেত্রে ইডি চাইছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আর এসএসকেএমে না পাঠিয়ে জোকার ইএসআই বা কম্যান্ড হাসপাতালে পাঠানোর আবেদন করা হয়েছে।

শেষপর্যন্ত এসএসকেএমে হাসপাতালে যান নাকি জোকার হাসপাতাল বা কম্যান্ড হাসপাতালে যান, সে সিদ্ধান্ত আপাতত ঝুলে রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছে। এদিকে সোমবার তাঁকে ফের ইডির স্পেশাল আদালতে তোলা হবে। তার আগে এখন দুদিন ইডি হেফাজতে নাকি অসুস্থ হয়ে হাসপাতালে কাটান পার্থ চট্টোপাধ্যায় তা-ই দেখার।

শুক্রবার সকালে ইডি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢুকেছিল। তারপর দফায় দফায় জেরা চলছে দিনভর। রাতেও জেরা চালিয়ে পরদিন গ্রেফতার করে দেড় ঘণ্টা রাস্তায় ঘুরিয়ে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মেডিকেল পরীক্ষার পর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। আদালত দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। পরবর্তীতে অসুস্থতা বোধ করায় তাঁকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হবে তা নিয়ে টালবাহানা তৈনি হয়।

অভিযোগ, শুক্রবার সকালে থেকে দীর্ঘ জেরায় অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। তারপর পার্থ চট্টোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসককেও প্রবেশ করতে দেওয়া হয়নি। এসএসকেএম হাসপাতালে থেকে দু-জন চিকিৎসক এলেও তাদের পরীক্ষা করতে না দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে মেডিকেলের জন্য সুদূর জোকায় নিয়ে যাওয়া হয়।

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধারের পর তাঁকে প্রশ্ন করা হয়েছিল। সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে সাফ জানিয়ে দেন। বিভিন্ন প্রশ্নেরই তিনি এক উত্তর দিচ্ছিলেন বলেও ইডি সূত্রে জানা গিয়েছে। ইডির আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

English summary
Partha Chatterjee may admit in SSKM hospital due to illness after arrest by ED.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X