For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষ উন্মাদ হয়ে গিয়েছেন! মানসিক চিকিৎসার পরামর্শ দিলেন পার্থ

রাজ্যে আসন্ন পঞ্চায়েতের লড়াইয়ে ইস্যু না পেয়ে উন্মাদের মতো আচরণ করছেন দিলীপ ঘোষ। তৃণমূল মহাসচিব বিজেপি রাজ্য সভাপতিকে দিলেন পাল্টা খোঁচা।

Google Oneindia Bengali News

রাজ্যে আসন্ন পঞ্চায়েতের লড়াইয়ে ইস্যু না পেয়ে উন্মাদের মতো আচরণ করছেন দিলীপ ঘোষ। তৃণমূল মহাসচিব এবার বিজেপি রাজ্য সভাপতিকে এই ভাষাতেই আক্রমণ করলেন। দিলীপ ঘোষ বলেছেন পুলিশ তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে। আর তার পাল্টা দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বললেন, ওরা এখন কোর্টে কোর্টে ঘুরছে কেন্দ্রীয় বাহিনীকে ক্যাডার হিসেবে কাজ করানোর জন্য।

দিলীপ ঘোষ উন্মাদ হয়ে গিয়েছেন! মানসিক চিকিৎসার পরামর্শ দিলেন পার্থ

মোট কথা, রাজ্যে ভোটের দিন ঘোষণা হতেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। মনোনয়ন পর্ব থেকেই তাঁর আঁচ পাওয়া যাচ্ছে। জেলায় জেলায় যেমন মারদাঙ্গা লেগেই রয়েছে, নেতাদের বাক্যবাণেরও শেষ নেই। এদিনও তাই দিলীপ ঘোষের আক্রমণের পাল্টা দিলেন পার্থ। তিনি বলেন, দিলীপ ঘোষ এখন উন্মাদের মতো বকছে। উন্মাদের মানসিক চিকিৎসা দরকার, আর তাঁর স্থান হওয়া উচিত সংশোধনাগারে।

দিলীপ ঘোষ উন্মাদ হয়ে গিয়েছেন! মানসিক চিকিৎসার পরামর্শ দিলেন পার্থ

পার্থবাবুর কথায়, 'বিজেপির নেতারা রাজনৈতিক ভাষা জানেন না সেই কারণে ওদের মুখে উসকানির কথা। আগে মারের পদলা মার দেওয়ার কথা বলেছিলেন। এখনও পুলিশ পেটানোর কথা বলছেন। আমরা এই মন্তব্য নিয়েও নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। তিনি বলেন, বিজেপির এইসব নেতাদের জন্য রাজ্যে আগুন জ্বলছে।'

পার্থ চট্টোপাধ্যায় দিলীপ ঘোষকে খোঁচা দিয়ে বলেন, 'শূন্য কলসি একটু বেশি বাজে। সেই কারণেই এত বকছেন বিজেপি রাজ্য সভাপতি। মিথ্যা আস্ফালন করছেন, অসংসদীয় কথাবার্তা বলছেন। আমরা এখন সার ভেবেছি, যা খুশি ওরা বলে বলুক, আমাদের কেউ যেন ওই ভাষায় কথা না বলে। আমরা ওদের কথা কানেও তুলছি না।'

English summary
Parth Chatterjee advises Dilip Ghosh for mental treatment. Because he is mentally ill now, Partha criticizes him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X