মেট্রো দুর্ঘটনায় চালক ও গার্ডের বয়ান রেকর্ড, শুরু বিভাগীয় তদন্ত, নিহতের বাড়িতে সুজন
কার গাফিলতির তা নিয়ে এখনও ধোঁয়াশায় মেট্রোরেল কর্তৃপক্ষ। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ঘটনার পরেই সেই মেট্রোর চালক, গার্ডকে সাসপেন্ড করা হয়েছিল।

রবিবার তাদের বয়ান রেকর্ড করে পুলিস। চিফ লোকো ইন্সপেক্টরের বয়ানও রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যেই মেট্রোরেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মেট্রোরেল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। শেক্সপিয়র সরণি থানায় ৩০৪(এ) এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্তের স্বার্থে পার্কস্ট্রিট স্টেশনের সিসিিটভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিস। তদন্তের স্বার্থে মৃতের পরিবারের সঙ্গেও কথা বলবে পুলিস। সজল কাঞ্জিলালের ময়নাতদন্তের রিপোর্ট দুপুরের মধ্যে পাওয়ার কথা। তাতেই স্পষ্ট হবে তাঁর মৃত্যুর কারণ। এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী নিহত সজলের পরিবারকে সমবেদনা জানাতে তাঁদের বাড়িতে যান।

মেট্রোরেল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে সব দিক খতিেয় দেখে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই অভিশপ্ত মেট্রো রেকটি পরীক্ষা করতে চেন্নাই থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। কেন দরজার সেন্সার কাজ করল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকী মেট্রোর ভেতরে থাকা অ্যালার্ম বা টক ব্যাকও সেদিন কাজ করেনি বলে অভিযোগ করেছেন যাত্রীরা। স্টেশনে কর্তব্যরত জিআরপি সেসময় কোথায় ছিলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।