For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাখির চোখ ২০২১! তৃণমূলকে মাত দিতে নীল নকশা অমিত শাহের, শুরু কাজ

কোন পথে ২০২১-এ রাজ্যে ক্ষমতায় পরিবর্তন তা নিয়ে চলছে জল্পনা। অন্যদিকে প্রশান্ত কিশোরকে নিয়ে তৃণমূলও লড়াইয়ে সামিল।

  • |
Google Oneindia Bengali News

কোন পথে ২০২১-এ রাজ্যে ক্ষমতায় পরিবর্তন তা নিয়ে চলছে জল্পনা। অন্যদিকে প্রশান্ত কিশোরকে নিয়ে তৃণমূলও লড়াইয়ে সামিল। তবে সূত্রের খবর অনুযায়ী, বিধানসভা নির্বাচনের আগে সংগঠনে ঝাঁকুনি দিয়ে বিভিন্ন স্তরে পরিবর্তন আনা হবে। সভাপতি অমিত শাহের নির্দেশেই নতুন টিম তৈরি করতে নেমে পড়েছেন দিলীপ ঘোষ সুব্রত মুখোপাধ্যায়রা।

বিজেপির সংগঠনে পরিবর্তন

বিজেপির সংগঠনে পরিবর্তন

সূত্রের খবর অনুযায়ী, বিজেপির রাজ্য কমিটি, জেলা কমিটি, জেলা সভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক, যুব ও মহিলা মোর্চার সভাপতি পদেও বদল আনা হচ্ছে। সূত্রের আরও খবর, কমপক্ষে ১১ টি জেলা সভাপতির পদে পরিবর্তন আনা হচ্ছে। তালিকায় রয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, শিলিগুড়ি, কালিম্পং রয়েছে সেই তালিকায়। এরইসঙ্গে ৫০০ মণ্ডল সভাপতিকেও পরিবর্তন করা হচ্ছে।

টিম তৈরির দায়িত্বে দিলীপ-সুব্রত

টিম তৈরির দায়িত্বে দিলীপ-সুব্রত

অমিত শাহের নির্দেশে নতুন টিম তৈরির কাজ শুরু করেছেন দিলীপ ঘোষ এবং সুব্রত চট্টোপাধ্যায়। তালিকা ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তরুণ প্রজন্মকে দিতে হবে স্থান

তরুণ প্রজন্মকে দিতে হবে স্থান

সূত্রের খবর অনুযায়ী, শীর্ষ নেতৃত্ব তেকে নির্দেশ এসেছে সংগঠনে গুরুত্ব দিতে হবে তরুণ প্রজন্মকে।

দলে আসা অভিনেতা অভিনেত্রীদের বিশেষ দায়িত্ব

দলে আসা অভিনেতা অভিনেত্রীদের বিশেষ দায়িত্ব

সূত্রের খবর অনুযায়ী, দলে আসা অভিনেতা অভিনেত্রী সুমন বন্দ্যোপাধ্যায়, রিমঝিম মিত্রকে সম্পাদক করা হতে পারে।

সরানো হচ্ছে লকেট, দেবজিৎকে

সরানো হচ্ছে লকেট, দেবজিৎকে

তবে যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে সরানো হচ্ছে দেবজিৎ সরকারকে। তাঁকে দেওয়া হতে পারে সম্পাদকের পদ। মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে লকেট চট্টোপাধ্যায়কে সরিয়ে বিজেপি রাজ্য কমিটিতে নিয়ে যাওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে। শুভ্রাংশু রায়, শঙ্কুদেব পণ্ডা, প্রকাশ দাস, তাপস ঘোষকে বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে। মহিলা মোর্চার সম্ভাব্য সভানেত্রীর তালিকায় রয়েছেন অগ্নিমিত্রা পাল, শশী অগ্নিহত্রী এবং তনুজা চক্রবর্তী।

English summary
Organisational change may be happen in State BJP in West Bengal, before assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X