For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর পর এবার আরও এক নেতা নবান্নে! ফেডারেল ফ্রন্টের সম্ভাবনা জোরদার

শুক্রবার নবান্নে আসছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্ভাব্য ফেডারেল ফ্রন্ট নিয়ে দুজনের বৈঠক হবে বলে সূত্রের খবর।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার নবান্নে আসছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্ভাব্য ফেডারেল ফ্রন্ট নিয়ে দুজনের বৈঠক হবে বলে সূত্রের খবর।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর পর এবার আরও এক নেতা নবান্নে! ফেডারেল ফ্রন্টের সম্ভাবনা জোরদার

বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির জোট গঠনের আহ্বানে সাড়া দিয়ে গত মার্চে নবান্নে এসেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

২০১৯-এর ভোট যত এগোচ্ছে, বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির জোট গঠনের চেষ্টা আরও জোরদার হচ্ছে। এবছরের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধী জোট গঠনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী।
নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার ডাক দিয়ে ২০১৯-এর ১৯ জানুয়ারি ব্রিগেডে সমাবেশের কথা জানিয়েছিলেন। সেখানে বিজেপি বিরোধী সবদলকে আগাম আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে আরও এগিয়ে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল ফ্রন্টের নেতা ওমর আবদুল্লা। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বৈঠক হওয়ার কথা রয়েছে।

English summary
Omar Abdulla will meet with Mamata Banerjee on Friday to discuss about Federal Front
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X