For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার পুজোয় ভিআইপি পাসের বদলে থাকছে কোন পাস, জেনে নিন

দুর্গাপুজো মানেই বছরের পাঁচটা দিন হইহুল্লোড় আর সবার সাথে আনন্দে মেতে থাকা। থাকে দেদার খাওয়া দাওয়া আর ঘোরা।

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুজো মানেই বছরের পাঁচটা দিন হইহুল্লোড় আর সবার সাথে আনন্দে মেতে থাকা। থাকে দেদার খাওয়া দাওয়া আর ঘোরা। সেই সঙ্গে থাকে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। কিন্তু মহানগরীর বুকে লাইন ঠাকুর দেখা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই গত কয়েকবছরে শহরের বিশিষ্ট মানুষদের জন্য চালু হয় ভিআইপি পাস।

এবার পুজোয় ভিআইপি পাসের বদলে থাকছে কোন পাস, জেনে নিন

কিন্তু গত কয়েক বছরে কলকাতার ভিআইপি পাসের সংখ্যা এতই বেড়ে যায়, যা ঠেকাতে হিমসিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। অনেক অনেক ক্ষেত্রে দুর্গা মণ্ডপে প্রতিমা দেখার ক্ষেত্রে সাধারণ লাইন আর ভিআইপি লাইনের কোনো তফাৎ থাকেনা। আবার অনেক ক্ষেত্রেই এই ভিআইপি পাসের সুবিধা নেন এমন কিছু মানুষ যারা এই সুবিধার উপযুক্ত নয়। তাই এবছর প্রতিমা দর্শনে ভিআইপি পাসকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন।

তবে এবার দুর্গাপূজায় মন্ডপে দূর্গা প্রতিমা দর্শনে আশা বিশেষভাবে সক্ষম মানুষ, অসুস্থ মানুষ ও বৃদ্ধ-বৃদ্ধা কথা মাথায় রেখে পুজো সমন্নয় কমিটিকে 'ক্লাব ইনভাইটি' পাস চালু করার পক্ষে সায় দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় এই বিষয়টি নিজে জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন শহরের দুর্গা পুজোর উদ্যোক্তাদের সংগঠন ফোরামের কয়েকজন তার সঙ্গে দেখা করে বাস্তব পরিস্থিতির কথা জানান। বলেন যে, ভিআইপি পাস বন্ধ করলে সুস্থ - সাধারণ মানুষের পক্ষে এবিষয়ে কোনও অসুবিধা নেই। তবে স্বরীরিক বিশেষ ভাবে সক্ষম দর্শনার্থীদের জন্য তা অসুবিধা হয়ে দাঁড়াবে। এছাড়াও অসুস্থ ও বৃদ্ধ - বৃদ্ধারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে পারবে না। তাই এই ইনভাইটি পাসের বিষয়টি নিয়ে ভাবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান পুজো সমন্বয় কমিটির সদস্যরা।

[আরও পড়ুন: আজই বাজারে আসছে জিও ফাইবার, জেনে নিন নতুন এই ব্রডব্যান্ড পরিষেবার কিছু তথ্য][আরও পড়ুন: আজই বাজারে আসছে জিও ফাইবার, জেনে নিন নতুন এই ব্রডব্যান্ড পরিষেবার কিছু তথ্য]

সেই পরিপ্রেক্ষিতে এদিন মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি ঠিকই। তাই সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিটি ক্লাব কমিটি ও উদ্যোক্তরা চালু করবে ইনভাইট পাস। যা দিয়ে শুধুমাত্রই বিশেষ ভাবে সক্ষম, অসুস্থ ও বৃদ্ধ - বৃদ্ধারা পুজো মণ্ডপে মন্ডপ ও প্রতিমা দর্শন করতে পারবেন। তবে এই পাস যাতে সীমিত সংখ্যায় ছাপানো হয় তার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

 [আরও পড়ুন: দিলীপ ঘোষকে ফোন মহুয়া মৈত্রের! 'গেরুয়া ময়দানে' কী চলছে জানালেন বিজেপির রাজ্যসভাপতি] [আরও পড়ুন: দিলীপ ঘোষকে ফোন মহুয়া মৈত্রের! 'গেরুয়া ময়দানে' কী চলছে জানালেন বিজেপির রাজ্যসভাপতি]

English summary
No VIP pass in Kolkata Durga Puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X