For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্ক ছাড়া মদ নয়, ভিড় এড়াতে একাধিক নির্দেশিকা জারি রাজ্যে

দেড় মাস পরে রাশ আলগা করা হয়েছে। খুলছে মদের দোকান। খুশির চোটে ভোর রাত থেকেই ইট পেতে দোকানের সামনে লাইন দিয়েছেন অনেকে। ভিড় যে বাড়বে তা আগাম আঁচ করেই সংক্রমণ রোধে নয়া নির্দেশিকা জারি করা হয়। মাস্ক না

Google Oneindia Bengali News

দেড় মাস পরে রাশ আলগা করা হয়েছে। খুলছে মদের দোকান। খুশির চোটে ভোর রাত থেকেই ইট পেতে দোকানের সামনে লাইন দিয়েছেন অনেকে। ভিড় যে বাড়বে তা আগাম আঁচ করেই সংক্রমণ রোধে নয়া নির্দেশিকা জারি করা হয়। মাস্ক না পরলে কোনও দোকানেই মদ দেওয়া হবে না।

খুলল মদের দোকান

খুলল মদের দোকান

হালে পানি পাওয়ার মতই অবস্থা হয়েছে সুরা প্রেমীদের। দেড়মাস বাদে মদের দোকান খুলছে। হাতে স্বর্গ পাওয়ার অবস্থা। ভোর রাত থেকেই দোকানের সামনে ইট পেতে লাইন দিয়েছেন অনেকে। পরিস্থিতি সামাল দিয়ে পুজোর লাইনের মত বাঁশের ব্যারিকেড দিয়ে দোকানের সামনে লাইন নির্দিষ্ট করা হয়েছে। তারপরে আবার চক দিয়ে গোল করে লাইনে দাঁড়ানোর জায়গা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

মাস্ক ছাড়া মদ নয়

মাস্ক ছাড়া মদ নয়

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশিকা মেনে সোমবার থেকে রাজ্যের , গ্রিনজোন, অরেঞ্জ জোন এবং রেড জোনেও খুলছে মদের দোকান। গ্রিন জোনে সকাল ১০টা থেকেই খুলে গিেয়ছে মদের দোকান। অরেঞ্জ এবং রেডজোনে একটু কড়াকড়ি করা হয়েছে। বিকেল ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকছে দোকান। মাত্র তিন ঘণ্টা সময় হাতে। তাই হুড়োহুড়ি যে পড়বেই তাতে কোনও সন্দেহ নেই। আতঙ্কে মদের দোকানের ব্যবসায়ীরা তাই মাস্ক বাধ্যতামূলক করার নির্দেশিকা জারি করেছে। মাস্ক পরে না আসলে কাউকে মদ দেওয়া হবে না বলে দোকানের সামনে বড় বড় করে লিখে দিয়েছেন তাঁরা।

 গণ্ডগোল হলেই দোকান বন্ধ

গণ্ডগোল হলেই দোকান বন্ধ

৪২ দিন পর খুলছে মদের দোকান। তাই ভিড় যে অসম্ভব হবে তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু কোথাও কোনও গণ্ডগোল হলেই মদের দোকান বন্ধ করে দিতে হবে বলে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। করোনা সংক্রমণের পরিস্থিতি থেকে বাঁচতে কোনও মতেই আপোস করবে না রাজ্য সরকার। কাজেই মদের দোকান খুললেও নিয়ম মেনে দোকানে যেতে হবে বলে বলে জানানো হয়েছে।

English summary
No liquor without mask state government issue notification
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X