For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবান্নের 'কু-নজরে' শোভন! দেওয়া হল এমনই বার্তা

সরিয়ে দেওয়া হল রাজ্যের আবাসন সচিব খলিল আহমেদকে। এই পরিবর্তনে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে বার্তা দেওয়া হল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

  • |
Google Oneindia Bengali News

সরিয়ে দেওয়া হল রাজ্যের আবাসন সচিব খলিল আহমেদকে। এখন থেকে তিনি শুধুমাত্র কলকাতার পুর কমিশনারের দায়িত্ব সামলাবেন। নতুন আবাসন সচিব করা হয়েছে ওঙ্কার সিং মিনাকে। এই পরিবর্তনে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে বার্তা দেওয়া হল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নবান্নের কু-নজরে শোভন! দেওয়া হল এমনই বার্তা

একইসঙ্গে আবাসন দফতর ও কলকাতার পুরসভার মেয়র রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। দুটির সচিবও ছিলেন একজন। খলিল আহমেদ। এবার আবাসন দফতরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল খলিল আহমেদকে।

বেশ কয়েকজন আইএএস অফিসারকে বদলি করেছে নবান্ন। সেই তালিকায় ছিলেন খলিল আহমেদও। আবাসন দফতরের নতুন সচিব হয়েছেন ওঙ্কার সিং মিনা। নগরোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত গুপ্তকে। নতুন কৃষি সচিব করা হয়েছে নন্দিনী চক্রবর্তীকে।

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলার জেরে বিতর্কে জড়িয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। একেক সময় এক-এক অভিযোগ দায়ের করছেন তিনি। কোনও সময় পর্ণশ্রী থানার ওসির বিরুদ্ধে তো সেই একই বিষয় নিয়ে স্ত্রী রত্নার বিরুদ্ধে পুলিশের ওপর মহলে অভিযোগ করছেন। এই ঘটনায় দল যথেষ্ট বিড়ম্বনায় বলেই সূত্রের খবর। সবিব মহলে এই পরিবর্তন করে শোভন চট্টোপাধ্যায়কে নবান্নের তরফে বার্তা দেওয়া হল বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ।

English summary
Nabanna transfers several IAS officers including nearest officer of Sovan Chatterjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X