For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বুকের ব্যথা ধিক ধিক করে বাড়বে! কারা যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে, ফাঁস করলেন মুকুল

দলবদলের অপেক্ষায় তৃণমূলের অন্তত দশ বিধায়ক। যোগাযোগ করেছেন সদ্য নির্বাচিত সাংসদদের একাংশ। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

দলবদলের অপেক্ষায় তৃণমূল কংগ্রেসের অন্তত দশ জন বিধায়ক। যোগাযোগ করেছেন সদ্য নির্বাচিত সাংসদদের একাংশ। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। ২০২১-এর আগেই সংখ্যালঘু হয়ে পড়বে তৃণমূল সরকার এমনটাই দাবি করেছেন মুকুল রায়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে একথা জানিয়েছন তিনি।

অপেক্ষা করতে বললেন মুকুল রায়

অপেক্ষা করতে বললেন মুকুল রায়

২০১৪ সালে রাজ্যে বিজেপির ২ সাংসদের ২ জনই মন্ত্রী। আর ২০১৯-এ ১৮ জন সাংসদের দুজন মন্ত্রী। অনেকেই ভেবেছিলেন আরও মন্ত্রী হবে। ক্যাবিনেট মন্ত্রীও পাবে বাংলা। তা হয়নি। এবিষয়ে মুকুল রায় তাড়াতাড়ি কোনও কিছুর পক্ষপাতি নন। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, একটু অপেক্ষা করুন। জাতীয় দল হওয়ার সুবাদে সারা ভারতের বাধ্যবাধকতার কথা চিন্তু করেই মন্ত্রিসভা গঠন হয়েছে। কার্যত এমনটাই মন্তব্য করেছেন তিনি। পশ্চিমবঙ্গের মানুষের ভাবাবেগকে বিজেপি গুরুত্ব দেয় বলে জানিয়েছেন তিনি।

'২০২১-এর আগেই সংখ্যালঘু তৃণমূল সরকার'

'২০২১-এর আগেই সংখ্যালঘু তৃণমূল সরকার'

মুকুল রায় জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের ফোকাসে এখন বাংলা। ২০২০-তে পুরসভা নির্বাচনের পরেই, ২০২১-এর বিধানসভা নির্বাচন। এই মুহুর্তে তাঁর সঙ্গে তৃণমূলের অন্তত ১০ বিধায়ক রয়েছেন। ফলে ২০২১-এর আগে তৃণমূল সরকার সংখ্যালঘু হয়ে পরতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। ফলে ২০২১-এ বিধানসভা নির্বাচন নাকি তার আগেই, তা নিয়ে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মুকুল রায়। হেরে যাওয়ার ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বকেয়া থাকা ১৬ টি পুরসভায় নির্বাচন করাচ্ছে না
বলে মন্তব্য করেছেন তিনি।

'বুকের ব্যথা ধিক ধিক করে বাড়বে'

'বুকের ব্যথা ধিক ধিক করে বাড়বে'

বিধায়ক কিংবা সদ্য নির্বাচিত সাংসদদের দলবদল প্রসঙ্গে সাক্ষাৎকারে মুকুল রায় বলেছেন, বুকের ব্যথা একদিনে হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল, ডাক্তার সারিয়ে দিল, তা তিনি চান না। বুকের ব্যথা ধিক ধিক করে বারুক। একটু দলবদলে ব্যথা, আবার একটু বুকের ব্যথা কমল, আবার দলবদল, আবার বুকের ব্যথা। এমনই কটাক্ষ করেছেন মুকুল রায়। এইভাবে বুকের ব্যথা বাড়িয়ে তিনি আনন্দ পান বলে জানিয়েছেন মুকুল রায়।

English summary
Mukul Roy told Mamata Banerjee's chest pain will increase day by day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X