For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে বড় পদ পেতে চলেছেন মুকুল রায়! দীর্ঘ প্রতীক্ষার অবসানে ‘পুরস্কার’ শীঘ্রই

অবশেষে বিজেপিতে বড়পদ পেতে চলেছেন মুকুল রায়। বিজেপিকে তৃণমূলের চ্যালেঞ্জার করে তোলার পুরস্কারস্বরূপই তিনি পদ পেতে চলেছেন।

Google Oneindia Bengali News

অবশেষে বিজেপিতে বড়পদ পেতে চলেছেন মুকুল রায়। বিজেপিকে তৃণমূলের চ্যালেঞ্জার করে তোলার পুরস্কারস্বরূপই তিনি পদ পেতে চলেছেন। তবে রাজ্যের কোনও পদ জুটছে না তাঁর কপালে, তিনি সর্বভারতীয় পদ পেতে চলেছেন। এই পদ পাওয়ার পর তবু বিজেপিতে এরকটা পরিচয় পাবেন তিনি। সেইসঙ্গে বহু জল্পনারও অবসান হবে।

বিজেপিতে বড় পদ মুকুলের! ‘পুরস্কার’ শীঘ্রই

গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তৃণমূলের সেকেন্ডজড ইন কম্যান্ড। তারপর থেকেই মুকুল রায়কে নিয়ে নানা জল্পনা হয়েছে। নানা পদে তাঁকে বসানো হয়েছে, নানা সময়ে, কিন্তু আদতে তিনি স্রেফ বিজেপি নেতা হিসেবেই থেকেছেন।

রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে হঠাৎ করেই মুকুল রায়ের কপাল খুলে যায়, তাঁকে নির্বাচন কমিটির আহ্বায়ক করা হয়। কিন্তু নির্বাচন মিটতেই সেই পদও হাওয়া। রাজ্য বিজেপির সকল নেতার আগেই যখন একটা না একটা পরিচয় রয়েছে, শুধু মুকুল রায়েরই কিছু নেই। সেই দুখ ঘুচতে চলেছে এবার।

চলতি সপ্তাহেই তাঁকে সর্বভারতীয় কোনও পদ দেওয়া হবে। বিজেপি সূত্রে এই খবর প্রকাশ্যে আসার পর মোটামুটি একটা কথা পরিষ্কার দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত তিনি অন্তত হচ্ছেন না। তিনি সর্বভারতীয় স্তরের নেতা হতে চলেছেন। উল্লেখ্য তৃণমূলেও তিনি সর্বভারতীয় নেতার মর্যাদা পেতেন। সেদিক থেকে তাঁর গুরুত্ব বাড়তে চলেছে, কারণ বিজেপি প্রকৃত অর্থেই সর্বভারতীয় দল।

আবার এই পদ প্রাপ্তির নানা জল্পনার মাঝেই মুকুল রায়কে রাজ্যসভার সাংসদ করা হচ্ছে বলে রটনা হয়েছিল। কিন্তু আসল সময়ে দেখা গিয়েছে মুকুল রায়ের নাম নেই প্রার্থী তালিকায়। ফলে মোহভঙ্গ হয় অনেকের। মুকুল রায় তবু নীরবে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এবার সেই মুখ বুজে কাজ করে যাওয়ার পুরস্কার পেতে চলেছেন তিনি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সর্বভারতীয় পদ পেলেও মুকুল রায়ের প্রধান ফোকাস হবে পশ্চিমবঙ্গ।

English summary
Mukul Roy is going to get bigger post as a 'prize' in the BJP. He can get all india post in BJP. But his aspect will be in West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X