বিজেপিতে যোগদানের জল্পনার মাঝেই রাহুলের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত মুকুল রায়
বিজেপি শিবিরে তাঁর 'আনুষ্ঠানিক' ভাবে যোগদান এখন সময়ের অপেক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ তারিখ বিজেপিতে যোগ দিতে চলেছেন মুকুল রায়। আর তার পরদিনই কী বিজেপি নেতা রাহুল সিনহার জন্মদিনের পার্টিতে একই ফ্রেমে দেখা যাবে মুকুল-রাহুলকে? এই জল্পনা উঠে এসেছে রাহুল সিনহার জন্মদিনের পার্টিতে মুকুল রায়কে পাঠানো আমান্ত্রণ ঘিরে। এদিকে মুকুল শিবির সূত্রে ওয়ান ইন্ডিয়া জানেত পেরেছে, সেদিন যদি মুকুল রায় কলকাতায় থাকেন তাহলে যাবেন এই পার্টিতে।

আগামী ২৫ তারিখ রাহুল সিনহার জন্মদিনে কলকাতা পোর্ট ট্রাস্টের একটি অতিথিশালায় তাঁর জন্মদিন পালনের অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন রাহুলের শুভাকাঙ্খীরা। সেখানেই মুকুল রায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে বিজোপি সূত্রের খবর, একসময়ে মুকুল রায়কে বিজেপিতে নেওয়ার বিরোধিতা করেছিলেন রাহুল সিনহা। এবিষয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জোরালো সওয়ালও করেন। মূলত, সারদা কাণ্ডে মুকুল রায়ের নাম জড়ানোর কারণেই তাঁকে দলে আনার বিষয়টিতে নাখুশ ছিলেন রাহুল সিনহা।

এদিকে, আজই রাহুল সিনহার জন্মদিনের পার্টির আমন্ত্রণ পত্র নিয়ে মুকুল রায়ের বাড়িতে পৌঁছন এক বিজেপি নেতা। তবে রাহুল সিনহার পুরনো অবস্থানের প্রেক্ষিতে বর্তমানে মুকুল রায়কে তাঁর জন্মদিনের আমন্ত্রণ পাঠানোর ঘটনা নিয়ে জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। এদিকে বিষয়টি এড়িয়ে গিয়ে রাহুল সিনহা জানিয়েছেন, তাঁর জন্মদিন তিনি নিজে খুব একটা পালন করেন না । তাঁর শুভাকাঙ্খীরাই তা পালন করে। তাই তাঁরা কাকে আমন্ত্রণ জানিয়েছেন সে বিষয়ে ততটা খোঁজ নেই রাহুল সিনহার কাছে।
[মুকুল রায়কে কেন দলে নিচ্ছে বিজেপি, এই ১০ পয়েন্টে মিলবে উত্তর ]
এর আগে জানা গিয়েছে, বিজেপিতে যোগ দিলে মকুল রায়ই হতে পারেন গেরুয়া দলের রাজ্যসভাপতি। সেক্ষেত্রে দিলীপ ঘোষকে পদ ছাড়তে হতে পারে। ঘনিষ্ঠ মহলে দিলীপবাবুও জানিয়েছিলেন, দলের স্বার্থে যদি তাঁকে পদ ছাড়তে হয়, তাতে কোনও আপত্তি নেই। এমন এক পরিস্থিতিতে রাহুল সিনহার জন্মদিনের পার্টিতে মুকুল রায়কে আমন্ত্রণ করার ঘটনা রীতিমত তাৎপর্যপূর্ণ।