For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকার প্রতিহিংসাপরায়ণ, অমিত শাহের বাড়িতে কেন নয় আয়কর হানা, টুইট আক্রমণ মমতার

তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা হয়, অরবিন্দ কেজরিওয়ালের মুখ্য সচিবের বাড়িতে আয়কর হানা হয়, তাহলে কেন অমিত শাহের বাড়িতে আয়কর হানা হবে না?

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২১ ডিসেম্বর : মোদী সরকারকে প্রতিহিংসাপরায়ণ বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা প্রসঙ্গে মোদি সরকারকে আক্রমণ করে টুইট করেন মমতা। তিনি লেখেন, তামিলনাড়ুর মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানা হয়, অরবিন্দ কেজরিওয়ালের মুখ্য সচিবের বাড়িতে আয়কর হানা হয়, তাহলে কেন অমিত শাহের বাড়িতে আয়কর হানা হবে না?

বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে আরও লেখেন, এ ধরনের তল্লাশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। অথচ নাগাড়ে এ ধরনের কাজ করে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। পর পর ছ'টি টুইট করে বিজেপি সরকারকে আক্রমণ করেন মমতা।

মোদী সরকার প্রতিহিংসাপরায়ণ, অমিত শাহের বাড়িতে কেন নয় আয়কর হানা, টুইট আক্রমণ মমতার

উল্লেখ্য, বুধবার সকাল পাঁচটা থেকে তামিলনাড়ুর মুখ্যসচিব পি রামমোহন রাওয়ের বাড়িতে তল্লাশি চলছে। পি রামমোহন রায়কে দীর্ঘ জেরা চলছে। আগে দিল্লির মুখ্যসচিবের বাড়িতেও একইভাবে হানা দিয়েছিল আয়কর। তাই মমতা বলেন, এবার অমিত শাহের বাড়িতেও তল্লাশি চালাতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই দাবি করে আসছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে প্রচুর বেআইনি সম্পত্তি রয়েছে। তাই এদিন ফের দাবি তোলেন, তামিলনাড়ু ও দিল্লির মুখ্যসচিবের বাড়িতে যখন আয়কর হানা দিতে পারে, তাহলে কেন হানা নয় অমিত শাহের বাড়িতে। কিছুদিন আগে অমিত শাহ মুখমন্ত্রীকে আক্রমণ করেন।

বলেন, নোট বাতিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও মায়াবতীর চেহারার জৌলুষ কমে গিয়েছে। তারপর তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়ান ও মন্ত্রী ফিরহাদ হাকিম কড়া জবাব দেন অমিত শাহের নিন্দনীয় আক্রমণেই। এবার মমতা স্বয়ং অমিত শাহের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন।

English summary
Modi government is Vindictive, why not income tax raid at home of Amit Shah? Tweet attack by West Bengal Chief Minister Mamata Banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X