For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদির 'নির্দেশ'-এ জলে নামলেন ফিরহাদ! বাতলে দিলেন অভিনব উপায়ে ব্রিজে নজরদারি, দেখুন ভিডিও

নিজের চোখে শহরের ব্রিজ পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন কালীঘাট ব্রিজ দিয়ে শহরের ব্রিজ পরিদর্শন শুরু করেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

নিজের চোখে শহরের ব্রিজ পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন কালীঘাট ব্রিজ দিয়ে শহরের ব্রিজ পরিদর্শন শুরু করেন তিনি। নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে ব্রিজের ছবি তুলে পাঠানোর আবেদনও জানিয়েছেন ফিরহাদ হাকিম।

দিদির নির্দেশ-এ জলে নামলেন ফিরহাদ! বাতলে দিলেন অভিনব উপায়ে ব্রিজে নজরদারি

ব্রিজ পরিদর্শনে স্পিডবোটে কালীঘাটের খালে নামলেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। ব্রিজের নিচের অবস্থা নিজের চোখেই দেখেন মন্ত্রী। পরে জানান, খালে জলে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় ব্রিজটি তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। সেই অনুযায়ী সারানোর বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

[আরও পড়ুন: ব্যাঙ্কের মেয়াদী জমায় বেড়েছে সুদ! একনজরে সুদের হার][আরও পড়ুন: ব্যাঙ্কের মেয়াদী জমায় বেড়েছে সুদ! একনজরে সুদের হার]

কালীঘাটের পর ফিরহাদ হাকিম যান বিজন সেতু পরিদর্শনে। জানা অন্য ব্রিজগুলির তুলনায় এই ব্রিজটির অবস্থা ভাল। এরপর মন্ত্রীর গন্তব্য ছিল ঢাকুরিয়া ব্রিজ। পরে বাঘাযতীন ব্রিজ হয়ে তপসিয়ায় তৃণমূল পার্টি অফিসের কাছে আম্বেদকর সেতু। রাইটসকে দিয়ে শহরের যে পাঁচটি সেতুর অবস্থা জানান চেষ্টা করেছিল রাজ্য সরকার তাদের মধ্যে আম্বেদকর সেতু অন্যতম।

[আরও পড়ুন: পুজোর আগে সুখবর! স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল মোদী সরকার][আরও পড়ুন: পুজোর আগে সুখবর! স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়াল মোদী সরকার]

এদিন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ব্রিজগুলির অবস্থা তৎকাল জানতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বরটি জনগণকে জানিয়েছেন। নম্বরটি হল 9830037493। নাম-সহ ব্রিজের ছবি তুলে পাঠানোর অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। এইভাবে জনগণের সচেতনতার মাধ্যমে ব্রিজের নজরদারি সম্ভব বলেও মত প্রকাশ করেছেন মন্ত্রী।

[আরও পড়ুন:তৃণমূলের বিরুদ্ধে লড়াই! উপায় বাতলে দিলেন অমিত শাহ][আরও পড়ুন:তৃণমূলের বিরুদ্ধে লড়াই! উপায় বাতলে দিলেন অমিত শাহ]

English summary
Minister Firhad Hakim visited condition of several Bridges in Kolkata on Thursday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X